ভাবি মুখ্যমন্ত্রীদের আসনের প্রতি ভোটাদের বিশেষ নজর

হাবেলী ডিজিটাল ডেস্ক।
১৪ ফেব্রুয়ারি। আগরতলা।

বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী।
উনার বিপরীতে রয়েছেন কংগ্রেস এবং বামফ্রন্টের জোট প্রার্থী আশিষ কুমার সাহা।
বি জে পি প্রার্থী মানিক সাহা জয়ী হলে উনাকে পুনরায় মুখ্যমন্ত্রী পদে বসাতে পারেন।

অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ধনপুর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী।
বামফ্রন্ট এবং কংগ্ৰেস জোট প্রার্থী হয়েছেন কৌশিক চন্দ। এই আসন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল নেতা মানিক সরকার দীর্ঘ দিন এই আসন থেকে নির্বাচনে লড়াই করে জয়ী হয়ে আসছেন। কিন্তু তিনি এই বার নির্বাচনে প্রার্থী হন নি।ফলে বামফ্রন্টের পক্ষ থেকে নবাগত কে প্রার্থী করা হয়েছে।
এছাড়া এই আসনে তিপ্রা মথা দল প্রার্থী দিয়েছে।ত্রয়ী লড়াই হবে।
ভারতীয় জনতা পার্টি ‌এই বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে কারো নাম ঘোষণা করে নি।
ধারণা করা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বড়দোয়ালী কেন্দ্রে পরাজিত হয়ে যায়। সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক নির্বাচনে জয়ী হয়। তাহলে তাকে মুখ্যমন্ত্রী পদে বসাতে পারে দল। নয় তো কেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কে দল প্রার্থী করেছেন এই নিয়ে প্রশ্ন উঠেছে।
অপরদিকে কংগ্রেস এবং বামফ্রন্ট জোট মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করে দিয়েছেন। জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। তাহলে মুখ্যমন্ত্রী পদে সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মুখ্যমন্ত্রী হবেন।
জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী জিতেন চৌধুরী সাব্রুম সাধারণ আসন থেকে লড়াই করছেন।
এই আসনে বি জে পি প্রার্থী করেছেন বিধায়ক শঙ্কর রায় কে। এখানে সরাসরি লড়াই হবে।
জোট ডেপুটি মখ্যমন্ত্রী পদে কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন নাম ঘোষণা করেছেন। তিনি আগরতলা কেন্দ্র থেকে লড়াই করছেন।
রাজ্যের ভোটারদের এই আসনগুলোতে বিশেষ নজর রয়েছে।কে পরর্বতীতে মুখ্যমন্ত্রী পদে জয়ী হয়ে আসছেন।