হাবেলী ডিজিটাল ডেস্ক।১৪ ফেব্রুয়ারি। আগরতলা।
পৈলা জাতি,উল পাটি শ্লোগানের স্রষ্টা মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেবর্বমা চড়িলামে নির্বাচনী জনসভায় ঘোষণা করলেন আর রাজনীতি করবেন না। আজ থেকে তিনি বিদায় নিয়েছেন।
মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর দেবর্মা তিপ্রা মথা দল গঠন সময় বলেছিলেন গ্ৰেটার তিপরাল্যান্ড গঠন করতে ” এটাই লাষ্ট নাইট ফাইট ,হয় জিতব নয় হারব।”
চড়িলাম থেকে গ্ৰেটার তিপরাল্যান্ড গঠন ডাক দিয়েছিলেন। আজ চড়িলামে নির্বাচনী জনসভায় রাজনীতি থেকে বিদায় নেয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে জনজাতিদের মধ্যে বিষন্নতা নেমে আসে।বুবাগ্ৰাহীন তিপ্রা মথা দল কে এগিয়ে সম্ভব?
