আজ সরব প্রচার শেষ:
জারি ১৪৪ ধারা

হাবেলী ডিজিটাল ডেস্ক।
১৩ ফেব্রুয়ারি। আগরতলা।

নির্বাচন কমিশন ঘোষিত নিয়ম অনুযায়ী আজ বিকেল চারটায় ২০২৩ বিধানসভা নির্বাচনের সরব প্রচার শেষ হবে।
আজ সারাদিন ভর রাজনৈতিক দল গুলো নিজ নিজ প্রার্থীর সমর্থনে যার যার এলাকায় মিছিল করবে।যাতে রয়েছে পদযাত্রা,গাড়ি মিছিল ও রোড় শো।
এদিকে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে গতকাল থেকে সমগ্ৰ রাজ্যে ১৪৪ ধারা বলবৎ করেছে। প্রতিদিন রাতে সন্ধ্যায় শুরু হবে।চলবে পরদিন সকাল পর্যন্ত।
এই বারের নির্বাচনে ৪শত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছে গেছে। এছাড়া রাজ্যের ২০ হাজার পুলিশ সহ টি এস আর ভোটের কাজে নিয়োজিত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।