বি জে পি প্রাক্তন সভাপতি
পাঁচ বছরের জন্য বহিষ্কার

হাবেলী ডিজিটাল ডেস্ক।
১১ফেব্রুয়ারি। আগরতলা।

ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি রনজয় কুমার দেব কে দলবিরোধী কাজ কর্মের জন্য পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একপত্র মাধ্যমে শ্রীরায়কে অবহিত করেছেন।
এদিকে আজ শ্রীরায় বহিষ্কার চিঠি পাবার সাথে সাথে তিনি কড়াভাষায় চিঠি জবাব ও দিয়েছেন।শ্রীরায় বলেছেন দলের নীতি আদর্শ হীন কর্মকর্তা দের‌ বিরুদ্ধে উনার অভিযান অব্যাহত থাকবে।দল উনার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও উনার সেই দিকে নজর দেওয়ার সময় নেই।
তিনি আজকেই বি জে পি প্রার্থী বিরুদ্ধে বি জে পি আর্দশবাদী নির্দল প্রার্থী দের পক্ষে ভোট প্রদান করতে ভোটার দের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।