একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব : প্রদ্যুৎ

হাবেলী ডিজিটাল ডেস্ক।
১০ ফেব্রুয়ারি। আগরতলা।

একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিপ্রা মথা রাজ্যে সরকার গঠন করবে।আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একথা বলেছেন তিপ্রা মথা সুপ্রিম প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেবর্বমা।
তিনি আরো ও বলেন একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তাহলে সরকার গঠন করতে কোন দলকেই সমর্থন করবো না।
তারপর ও যদি দেখা যায় জোট গড়ে সরকার গঠন করার আহ্বান আসে । সেই ক্ষেত্রে তিপ্রা মথা দাবী মতো লিখিত দিতে হবে। যে দল লিখিত দিবে সেই দলকে বাইরে থেকে সমর্থন করা হবে সরকার গঠন করতে।
কোন দলের কাছে থেকে লিখিত না পেলে তবে বিধানসভাতে বিরোধী দলের আসনে বসবেন তার দল। কিন্তু জনগণের সাথে বেইমানি করতে রাজি নয় বলে পুনরায় দৃঢ়তার সাথে ব্যক্ত করেন।
তিনি আরো বলেন গ্ৰেটার তিপরাল্যান্ড দাবিতে কাউকে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে না।আমি জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে সোচ্চার হয়েছি। এখানে জাতিউপজাতি, বিভিন্ন ধর্ম বর্ণ সকলে একসাথে থাকবে।অন্যদের সাংবিধানিক অধিকার হস্তক্ষেপ করা হবে না।
১৯৭০ সালে বাংলাদেশের যুদ্ধ মত আবার কখনো যুদ্ধ হয়। তখন ও তো রাজ্যে আশ্রয় নিতে আসতে পারে।গত দিনের মত তখন আবার আশ্রয় দেয়া হলে ।সে সময়ে জনজাতিদের সাংবিধানিক অধিকার রক্ষা করা সম্ভব হবে কি? তাই সাংবিধানিক অধিকার অনুযায়ী কাজ করা হলে আগামী দিনে জনজাতিদের কোন সমস্যায় পড়তে হবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন আমি তো কাউকে রাজ্য ছেড়ে যেতে বলি নি।
যিনি প্রাক্তনমুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বাংলাদেশী বলেছেন। বাঙ্গালীদের বিদেশি বলেছেন। তিনি এখন বি জে পি রাজ্য সহ-সভাপতি।
আমরা চাইছি জাতি ধর্ম নির্বিশেষে সকলে একসাথে সুখে শান্তিতে বসবাস করব।
তিনি আরো বলেন গ্ৰেটার তিপরাল্যান্ড দাবি পূরণ হলে আর আন্দোলন করতে হবে না।এটি একটি আন্দোলন। রাজনীতি জন্য আন্দোলন সংগঠিত করতে তিনি রাজি নন। জনজাতিদের জন্য গ্ৰেটারতিপ্রল্যান্ড গঠন করার লক্ষ্যে এটিই শেষ লড়াই বলে তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *