হাবেলী ডিজিটাল ডেস্ক।
১১ ফেব্রুয়ারি। আগরতলা।
বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ রাজ্যে পুনরায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের প্রচারে ঝড় তুলতে দ্বিতীয় পর্যায়ে আসছেন তিনি।
আজ প্রথম তিনি ধলাই জেলার আমবাসাতে এবং দ্বিতীয় সভা গোমতী জেলার উদয়পুর শহরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।
আমবাসার কুলাই ঠাকুপল্লী পাশে ধানের জমিতে সমাবেশে আয়োজন করা হয়েছে। সেখানে গড়ে তোলা হয়েছে হেলিপ্যাড। অস্থায়ী হেলিপ্যাড থেকে নেমে প্রধানমন্ত্রী সভাস্থলে যাবেন । এজন্য বিশেষ ব্যবস্থা গ্ৰহন করা হয়েছে।
উল্লেখ্য এই জেলা তে ১৯৮৩ সালে মানিক ভান্ডার প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ১৯৮৮ সালে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এসেছিলেন। দীর্ঘ ২৭ বছর পর আবার দেশের প্রধানমন্ত্রী ধলাই জেলাতে আগমন ।এউপলক্ষে এলাকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
অন্যদিকে এখানের সমাবেশ শেষ করে তিনি উদয়পুর শহরে দলীয় সমাবেশে অংশ গ্ৰহন করতে যাবেন। সেখানে সমাবেশ শেষ করে তিনি পুনরায় দিল্লী ফিরে যাবার কথা রয়েছে। এই সমাবেশগুলোতে জনসমাগম ঘটাতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
আগামী ১৩ ফেব্রুয়ারি আগরতলাস্থিত আস্তাবল ময়দানে নির্বাচনী জনসমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এই সমাবেশকে সফল করে তুলতে এখন থেকে রাজ্যব্যাপী প্রচার অভিযান শুরু করা হয়েছে। রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এসংবাদ জানিয়েছেন।