আগরতলার কর্পোরেট অভিষেক দত্ত ধৃত

হাবেলী ডিজিটাল ডেস্ক।১০ ফেব্রুয়ারি। আগরতলা।

আজ পুলিশ আগরতলা পুর নিগম সদস্য অভিষেক দত্তকে গ্ৰেপ্তার করেছে। এই ঘটনা কে কেন্দ্র করে রামনগর বিধানসভা কেন্দ্রে চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনায় প্রকাশ রামনগর বিধানসভা এলাকার ব্যানার্জি পাড়ায় একজন মহিলা আইনজীবী নির্দল প্রার্থী পুরোষত্তম রায়বর্মনের বাড়িতে যান।শ্রীরায়বর্মনের বাড়িতে যাবার পথে কর্পোরেট অভিষেক দত্ত সহ বেশ কিছু যুবকসংঘবদ্ধ ভাবে আইনজীবী মহিলা কে হেনস্থা করেছে বলে অভিযোগ। এই সংবাদ পাবার পর প্রার্থী ঘটনা স্থলে ছুটে যায়। ঘটনা স্থল থেকে মহিলা আইনজীবীকে নিয়ে আসা হয়। গতকাল কর্পোরেট সহবেশ কয়েক জনের নামে পুলিশে অভিযোগ জানানো হয়।
অভিযোগ পাবার পর আজ পুলিশ কর্পোরেট কে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনা সাথে যুক্ত অন্যান্যদের গ্ৰেপ্তার করার লক্ষে এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।