হাবেলী ডিজিটাল ডেস্ক।১০ ফেব্রুয়ারি। আগরতলা।
নতুন প্রজন্মের ভোটার ও মহিলাদের লক্ষ করে বিধানসভা নির্বাচনের ইস্তাহার তথা সংকল্পপত্র প্রকাশ করল বি জে পি। আগরতলায় রবীন্দ্রনাথ শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে মাধ্যমে সর্ব ভারতীয় জনতা পার্টি সভাপতি জে পি নাড্ডা এটি প্রকাশ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেবর্বমা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।
সংকল্পপত্র বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে অনুকূল ঠাকুরের শিষ্য দের কাছে টানতে চালু করা হবে অনুকূল চন্দ্র ক্যান্টিণ চালু করা হবে।মাত্র পাঁচ টাকায় প্রতি প্লেট দিনে তিন বার রান্না খাবার সরবরাহ করা হবে।
যোগী সম্প্রদায়দের ভোট পাবার লক্ষে গোরক্ষনাথ পর্যন্ত তীর্থ ভ্রমণের ব্যবস্থা করা হবে। এছাড়া অযোধ্যা, বারাণসী,সহ বিভিন্ন তীর্থস্থান ভ্রমনসহ বিভিন্ন বিষয় চালু উদ্যোগ নেয়া হবে।
মেধাবী কলেজ পড়ুয়া মেয়ে দের কে বিনামূল্যে স্কুটি দেয়া হবে।বালিকা সম্মৃদ্ধ যোজনায় গরিব পরিবারের কন্যা সন্তান জন্ম হলে ৫০ হাজার টাকা সহায়তা করা হবে।
টি টি এ এ ডি সি কে ক্ষমতা বৃদ্ধি করতে স্বায়ত্ত শাসন এবং আর্থিকভাবে ক্ষমতা বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হবে।
গন্ডাছড়াতে মহারাজা বীরবিক্রম মানিক্য উপজাতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
সমাজপতিদের সন্মানিকভাতা মাসিক ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা করা হবে।
পি এম কিশান যোযনায় প্রতিবছর কৃষকদের বছরে ৬হাজার টাকা পরিবর্তন করে ৮ হাজার টাকা করে দেয়া হবে।
মৎস্য যোজনায় জেলেদের বছরে ৬হাজার টাকা করে সকলকে সহায়তা করা হবে।
আয়ুস্মান ভারতের অধীনে প্রতি পরিবারের বছরে ক্যাপ ৫ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হবে।
লোকনৃত্য, সঙ্গীত এবং থিয়েটার উন্নয়ন করতে এসে ডি বর্মন পারফরমিং করতে আটর্স একাডেমী করা হবে।
১হাজার কোটি টাকা পর্যটন উন্নয়নে ব্যয় করা হবে। ট্যুরিজম স্কীল স্কীম চালুর উদ্যোগ নেয়া হবে।
