তিপ্রা মথা বিধানসভা নির্বাচনে নিরনায়ক শক্তি

হাবেলী ডিজিটাল ডেস্ক।
৮ ফেব্রুয়ারি। আগরতলা।

২০২৩ বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা আঞ্চলিক দল এবারের নিরনায়ক শক্তি।মথা কে বাদ দিয়ে কোন জাতীয় দল এই বিধান সভা নির্বাচনে একক ক্ষমতার মসনদে যেতে পারবে না বলে রাজনীতিক‌ অভিজ্ঞ মহলের অভিমত।
৬০ টি আসনের মধ্যে তিপ্রা মথা দল ৪২ টি আসনে প্রার্থী দিয়েছে।তার মধ্যে ২০ টি জনজাতিদের জন্য সংরক্ষিত আসন। এই আসনগুলোতে মথা এককভাবে ক্ষমতা দখল করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। সেই ক্ষেত্রে মথা রাজ্য রাজনীতি তে আরো বিশাল ভূমিকা পালন করবে।
অন্যদিকে তিপ্রা মথা সমতল তথা জাতি উপজাতি মিশ্র বসতী এলাকার ২২ টি আসনেও প্রার্থী দিয়েছে। এই সব আসনে জনজাতি, সংখ্যালঘু, তফশিল জাতি, এবং ও বি সি সম্প্রদায়দের বসবাস।তিপ্রা মথা দলের প্রার্থীদের কে জনজাতি অংশের জনগন বেশি ভোট দিতে পারে। অন্যদিকে মুসলিম সহ অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়দের একাংশ মথা দলের প্রার্থীকে ভোট প্রদান করে। সেই ক্ষেত্রে শাসকদল বি জে পি বা কংগ্রেস ও সি পি আই এম জোট প্রার্থী জয় পরাজয়ের পথ কঠিন হবে। ফলে কংগ্রেস ও সি পি আই এম জোট এবং বি জে পি শাসকদল চরম দুশ্চিন্তাগ্রস্ত। কেন না এককভাবে কোন দলের পক্ষে ক্ষমতায় আসা অসম্ভব হয়ে পড়েছে।
আগামী ১৩/১৪ ফেব্রুয়ারি মধ্যে নির্বাচনের হাওয়া আরও পরিষ্কার হয়ে যাবে কোন দল এককভাবে ক্ষমতায় আসবে কি ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *