হাবেলী ডিজিটাল ডেস্ক।৯ ফেব্রুয়ারি। আগরতলা।
ত্রিপুরা এবং গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহাকে মনিপুর রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
রাজ্য পাল লা গনেশন বিচারপতি শ্রীসাহাকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং আইন জীবি কাঙজাম খগেন্দ্র সিং কে সদস্য হিসেবে নিয়োগ করেছেন।শ্রীসাহা হাইকোর্ট থেকে দশ বছর আগে অবসর নিয়েছেন।
তিনি ত্রিপুরা ভোক্তা কমিশন এবং ত্রিপুরা পুলিশ দায়বদ্ধতা কমিশনের চেয়ারম্যান ও ছিলেন।