হাবেলী ডিজিটাল ডেস্ক।
৫ ফেব্রুয়ারি। আগরতলা।
নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে দীপা কর্মকারকে ২১ মাসের জন্য সাসপেন্ড কথা ঘোষণা করেছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি তথা আই টি এ। ঘটনা ঘটে আজ থেকে ১৬ মাস আগে। কিন্তু আই টি এ বিষয়ে প্রকাশ্যে কোনো কিছুই ঘোষণা করে নি।
২০২১ সালের ১১ অক্টোবর দীপা কর্মকারকে একটি নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে ২১ মাসের জন্য সাসপেন্ড করেছিল।আই টি এ ঘোষণা মত আগামী ১০ জুলাই ২০২৩ সালে সাসপেন্ড বলবৎ থাকবে।
আই টি এ থেকে বলা হয়েছে ২০২১ সালের অক্টোবরে নিষিদ্ধ ড্রাগ সেবনের বিষয়ে তার শরীরের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা গ্ৰহনের পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হয়।তবে দীপা জানিয়েছেন অলিম্পিক চতুর্থ হওয়ার সময়ে অজান্তেই তা সেবন করেছেন। কখন ও দেশের নাম ক্ষুন্ন হয় এই ধরনের কাজ হয় এমন কাজ করার কথা ভাবতেও পারে না।
সে আরও জানান তাকে মে সাসপেন্ড করা হয়েছে।তা সত্য নয়। আগামী জুলাই মাসে সে আবার খেলতে শুরু করবে।
জানা গেছে ২০২১ সালে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমনাষ্টিক দীপার শরীরে
হিগেনামাইন নামের নিষিদ্ধ পদার্থ পায়।হিগেনামাইন ব্যবহার করেছিলেন। এবং রিপোর্ট তার পজিটিভ এসেছিল। এই নিষিদ্ধ পদার্থ ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে।