প্রথম দিনেই রাজ্য গেরুয়া ঝড় :এক ঝাঁক নেতৃত্বে

হাবেলী ডিজিটাল ডেস্ক।৩ ফেব্রুয়ারি। আগরতলা।

নিয়ম মতে আজ থেকে বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান শুরু হবে। গতকাল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। প্রচারের প্রথম দিনেই আজ রাজ্যে এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসে।
আজ ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা অমরপুর বিধানসভা কেন্দ্রে চন্ডীপুর বাড়ি ময়দানে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সে সমাবেশে জে পি নাড্ডা ভাষণ দেন। সেখানে সমাবেশ শেষ করে তিনি চলে গেছেন কুমার ঘাট এ আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে চলে যায়। সেখানে সমাবেশ শেষ করে তিনি আগরতলাতে ফিরে আসেন।
অন্যদিকে রামনগর, আগরতলা এবং বনমালী পুর, সূর্যমনিনগর কৃষ্ণপুর এস টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পৃথক পৃথক ভাবে নির্বাচনের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সব সমাবেশে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া
সাংসদ বিপ্লব কুমার দেব, বি জে পি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিধানসভা কেন্দ্রের প্রার্থীগন উপস্থিত ছিলেন।
বড়দোয়ালী বিধানসভা কে ন্দ্রে প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নির্বাচনী সভায় কেন্দ্রীমন্ত্রী স্মৃতি ইরানি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খয়েরপুর , মজলিশপুর এবং মান্দাই কেন্দ্রে নির্বাচনী প্রচারে অংশ নিতে রাজের পোঁছে গেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।আজ খয়েরপুর , বনমালী পুর কেন্দ্রে প্রচারে অংশ নিয়েছেন।
শান্তিরবাজার এবং বিশালগড় বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে আসেন বি জে পি কেন্দ্রীয় সহ-সভাপতি সাংসদ দীলিপ ঘোষ, ।
বাগবাসা এবং ধর্মনগর বি জে পি প্রার্থীর সমর্থনে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজদীপ রায়।
তেলিয়ামুড়া এবং কমলা সাগর কেন্দ্রে-প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভন্দু অধিকারী।
সোনামুড়া এবং ধনপুর কেন্দ্রে প্রচারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
পশ্চিমবঙ্গের বি জে পি সংসদ লকেট চ্যাটার্জি, শান্তনু ঠাকুর, বক্সনগর ,কাকড়াবন, শালগড়া এবং বাধারঘাট বিধানসভা কেন্দ্রে ভাষণ দেন।
সুরমা এবং করমছড়া কেন্দ্রে কেন্দ্রীয় জনজাতি নেতা সমীর ওরাং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাংসদ রেবতী ত্রিপুরা রাইমাভ্যালি এবং আমবাসা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
সাথে সাথে রাজ্যের সর্বত্র প্রচার গাড়ীতে মাইক জোরে প্রচার চলছে।