বামকংগ্ৰেস যৌথভাবে আজ প্রচার ত্যাজিভাব তুলতে ময়দানে

হাবেলী ডিজিটাল ডেস্ক।
৩ ফেব্রুয়ারি। আগরতলা।

বামকংগ্ৰেস আসন সমঝোতা শেষ হবার সাথে সাথে উভয়দলের নেতৃত্ব আজ যৌথ ভাবে প্রার্থীর সমর্থনে সব বিধানসভা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়েছে।
আজ সকালে সি পি আই এম রাজ্য কমিটি সম্পাদক জিতেন চৌধুরী কংগ্রেসের রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা বাসভবনে ছুটে গেছেন। সেখানে উভয় নেতৃত্বে মধ্যে নির্বাচনে প্রচারাভিযান শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ও সি পি আই এম
রাজ্যের সব কয়টি আসনে বামফ্রন্ট এবং কংগ্ৰেস যৌথভাবে প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ সি সি পি আই এম তথা বামফ্রন্ট পৃথক ভাবে নির্বাচনের ইস্তাহার সি পি আই এম রাজ্য অফিসে প্রকাশ করেন বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান নারায়ন কর। উপস্থিত ছিলেন সি পি আই এম রাজ্য কমিটির রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।
এদিকে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ সাহা সি পি আই এম সাথে যৌথভাবে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছন।সি পি আই এম প্রার্থীর সমর্থনে কংগ্রেস কর্মীগন যৌথভাবে প্রচারে বেরিয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।