তিপ্রা মথা সি পি আই কাছাকাছি: বাড়চ্ছে দুশ্চিন্তা

হাবেলী প্রতিবেদন।৩১ জানুয়ারি। আগরতলা।

বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা এবং সি পি আই এম আরও কাছাকাছি আসচ্ছে। এই সংবাদ প্রকাশ্যে আসার সাথে সাথে শাসক শিবিরে বাড়চ্ছে দুশ্চিন্তা।

আজ সকালে সাব্রুম বিধানসভা কেন্দ্রের সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এক নির্বাচনী জনসভায় বলেছেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেবর্বমা শ্রীচৌধুরীর সাথে ফোনে মাধ্যমে জানিয়েছেন।সাব্রুম বিধানসভা কেন্দ্রে সি পি আই এম প্রার্থী জিতেন চৌধুরী বিরুদ্ধে মথা প্রার্থী দেয় নি।মথার প্রার্থী দেয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রদ্যুৎকে ফোন করতেছিল প্রার্থী দিতে। তিনি ওদের কে জানিয়ে দেন মথা প্রার্থী দিবে শ্রীচোধুরী বিরুদ্ধে।মথার সব ভোট জিতেন চৌধুরী কে দিতে নির্দেশ দেয়া হয়েছে।

মথা ৪২ টি আসনে প্রার্থী দিয়েছে।

জবাবে শ্রীচৌধুরীকে বলেন একটি আসন নয়।সব আসনে জোট করতে আহ্বান করছেন।

শ্রীচৌধুরীর প্রস্তাবে প্রদ্যুৎ বাবু একটি তালিকা করতে পরার্মশ দিয়েছেন। উভয়ের মধ্যে আলোচনা সাপেক্ষে বিভিন্ন আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয়া হবে বলে জানিয়েছেন। এ বিষয়ে আজ রাতের মধ্যে উভয়ের মধ্যে আরও আলোচনা করা হবে। তিনি আরো জানান আমি আশা বাদি প্রদ্যুৎবাবু বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।

অপরদিকে কংগ্রেসের সাথে আসন সমঝোতা পর‌ও কিছু আসন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। কংগ্রেসের রাজের পর্যবেক্ষক এবং রাজ্য সভাপতি সাথে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। রাজ্যের জনগনের মতামত কে গুরুত্ব দিয়ে বি জে পি কে ক্ষমতা চ্যুত করতে কোন ধরনের সমস্যা থাকবেনা বলে মনে করেন। আগামী ২ ফেব্রুয়ারি মধ্যে সব সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।

যদিও সি পি আই এম সাথে আসন সমঝোতা নিয়ে তিপ্রা মথা দলের পক্ষ থেকে কোন ধরনের বিবৃতি প্রদান করা হয় নি।

যদি তিপ্রা মথা,সি পি আই এম এবং কংগ্ৰেস দলের মধ্যে সমঝোতা হয়।সে ক্ষেত্রে বিধানসভা নির্বাচনের ফলাফল অন্যরূপ ধারণ করবে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের অভিমত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *