সাংবাদিক হত্যা : পাঁচ বছর অতিক্রান্ত : কথা রাখেনি সরকার: হতাশ সাংবাদিক মহলে

হাবেলী প্রতিবেদন।২১ নভেম্বর। আগরতলা।

আজকের দিনে প্রকাশ্যদিবালোকে একমাসের ব্যাবধানে দুই জন সাংবাদিককে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। ঘটনা ২০১৭ সাল।হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে রাজ্যের সাংবাদিক অসাংবিধানিক মহলে উঠিছিল গর্জন। আকাশ বাতাসের তীব্র আন্দোলন আঁচ করতে পেরে সেদিন আজকের শাসকদল সাংবাদিকদের সহানুভূতির বার্তা নিয়ে পাশে দাঁড়িয়ে ছিল। রাজ্যের জনগনের মনে আশা জেগেছিল। হয়তো সরকার ক্ষমতায় আসে ।তবে হত্যার ঘটনায় জড়িত দের কঠোর শাস্তি হবে। তৎকালীন বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে সাংবাদিক দের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় সরকার , প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং দেশের রাষ্ট্রপতি কাছে পর্যন্ত সি বি আই তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছিল ।
তখন ২০১৮ সালে রাজ্য বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে সাংবাদিক হত্যা ইস্যুটি হাতছাড়া করতে চায়নি আজকের শাসকদল।
তৎকালীন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাংবাদিক হত্যা ঘটনার সি বি আই তদন্তের নির্দেশ জারি করা হয়েছিল। নির্বাচনের আগে সাংবাদিকদের মন পেতে একপ্রস্ত নাটক মঞ্চস্থ করতে কোন ধরনের খামতি রাখে নি।সি বি আই বেশ কয়েকবার রাজ্য পরিদর্শন করে রাজ্য ত্যাগ করে গেছেন।আসলে সাংবাদিক হত্যা ঘটনায় জড়িতদের গ্রেফতার তো দূরের কথা আজ পর্যন্ত আর কিছু হয় নি।
নিহত সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যার সি বি আই তদন্তের জন্য দীর্ঘ ১৮০ দিনের অধিক সময় পযন্ত মোমবাতি জ্বালিনো ,ধর্না, অবস্থান আন্দোলন সংগঠিত করা হয়েছিল। এই আন্দোলন সাথে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ছিলেন।

আজ মৃত্যু দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক দের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

এছাড়া আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা কে চিঠি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *