নির্বাচনের আগেই ডেন্টাল কলেজ গড়ার উদ্যোগ রাজ্যে

হাবেলী প্রতিবেদন।১৭ নভেম্বর। আগরতলা।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে ডেন্টাল কলেজ ভিত্তি প্রস্তর স্থাপন করতে উদ্যোগ চালাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজে একজন ডেন্টাল চিকিৎসক। মুখ্যমন্ত্রী হবার আগে থেকেই রাজ্যে ডেন্টাল কলেজ গড়ে তোলার বিষয়ে উদ্যোগ নিয়েছেন। মুখ্যমন্ত্রী হবার পর তিনি উনার স্বপ্ন পূরণ করতে তোরজোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
যদিও বিষয়টি নির্ভর করছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিনিধি গন শীঘ্রই রাজ্য সফরে আসছেন।রাজ্যে সফরে এসে মতামত দিলে পর‌ই কলেজ শুরু করা হতে পারে।সব কিছু ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকে ডেন্টাল কলেজের পঠনপাঠন শুরু করা হতে পারে
। সেই দিকে নজর রেখে কাজ করা হচ্ছে।
অস্থায়ীভাবে আই জি এম হাসপাতালে নতুন বাড়ীতে ডেন্টাল কলেজে ক্লাশ শুরু হওয়ার পক্ষে অনেকেই।
স্থায়ীভাবে ডেন্টাল কলেজ কোথায় গড়ে তোলা হবে সেই নিয়ে এখন চুড়ান্ত সিদ্ধান্ত হয় নি।এক সময় রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উনার নির্বাচনী কেন্দ্রে ডেন্টাল কলেজ গড়ে তোলার চিন্তা করেছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।