পদক্ষেপ নেওয়ায় সরকার কে ধন্যবাদ নাথযোগী সমাজ ত্রিপুরা

হাবেলী প্রতিবেদন।৯ নভেম্বর। আগরতলা।

সরকার পদক্ষেপ কার্যকর করার উদ্যোগ নেয়ায় রাজ্যের মুখ্যসচিব কে ” নাথযোগী সমাজ ত্রিপুরা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।নাথযোগী সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি, আচার আচরণ, নিয়ম বিধি রক্ষা করতে ১৩ দফা দাবি সনদ গত ৬ সেপ্টেম্বর চিঠি দেয়া হয়েছিল। মুখ্য সচিব দাবীগুলো কার্যকর করতে আগরতলা পুর নিগম সহ পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ জারি করেছেন।
উল্লেখ্য দাবীগুলো হল মৃতদেহ সৎকার করতে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, আগরতলা পুর পরিষদ সহ অন্যান্য পুর পরিষদ এলাকায় সরকারি ভাবে সমাধিস্থলের জায়গার ব্যবস্থা করা, বিভিন্ন সমাধিস্থলের জমির বন্দোবস্ত প্রদান এবং নাথযোগী ডেভলেপমেন্ট কর্পোরেশন গঠন ইত্যাদি। সরকারের এই উদ্যোগ কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। বিষয়গুলো কার্য্যকর করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *