হাবেলী প্রতিবেদন।৩ নভেম্বর। আগরতলা।
ভারতীয় জনতা পার্টি শাখা জনজাতি মোর্চা উদ্যোগে আগামী কাল আট জোনাল অফিসে ৮ দফার দাবিতে ডেপুটেশন প্রদান দিবে ভারতীয় জনতা পার্টি শাখা জনজাতি মোর্চা ।
গত ১৯ অক্টোবর এ ডি সির ৪৪ টি সাব জোনাল অফিসে জনজাতি মোর্চা উদ্যোগে ডেপুটেশন দেয়া হয়েছে।ডেপুটেশন দেয়ার পর এ ডি সি প্রশাসন কি ব্যবস্থা গ্ৰহন করেছে। আজ বিকেলে ভারতীয় জনতা পার্টির রাজ্য অফিসে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন জনজাতি নেতা বিদ্যুৎ দেবর্বমা এবং বিকাশ দেবরমা ।
শ্রীদেবরমা আরও জানান এ ডি সিতে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। আগরতলাস্থিত কাউন্সিল ভবন নির্মাণ করতে নীতি আয়োগ থেকে অর্থ দেয়া হয়েছিল।খেরেংবার হাসপাতাল উন্নতির জন্য অর্থ ও সঠিক ভাবে ব্যায় করা হয় নি বলে জানান।
তিনি আরো জানান বিধানসভা নির্বাচনে কোন দলের সাথে নির্বাচনী সমঝোতা বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থির করবেন।
এডিসি এলাকায় দলকে শক্তিশালী করতে জনজাতি মোর্চার উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্ৰহন করা হয়েছে।
আগামী ১৫ নভেম্বর মধ্যে আমবাসায় জনজাতি মোর্চার উদ্যোগে জনজাতিদের জনসমাবেশে আয়োজন করা হবে। এই সমাবেশ কে সফল করে তুলতে ব্যাপক তৎপরতা শুরু করা হয়েছে।