রিয়াং শরনার্থী পুর্ণবাসন ফেব্রুয়ারিতে শেষের নির্দেশ

হাবেলী প্রতিবেদন।১ লা নভেম্বর। আগরতলা।

রাজ্যে অবস্থানরত রিয়াং শরনার্থীদেরকে আগামী ফেব্রুয়ারি মধ্যে পুর্ণবাসন পর্ব শেষ করতে রাজ্য সরকার থেকে নির্দেশ দেয়া হয়েছে।
রাজস্ব সচিব পুনীত আগর ওয়া ল এই সংবাদ জানিয়েছেন।
তিনি আরো বলেন মিজোরাম থেকে রাজ্যে এসে মোট ৬৯৫৯ পরিবারের মোট ৩৭ ১৩৬ জন রয়েছেন ।১২ টি জাগায় এদের পুনর্বাসন দেয়া হবে। ইতিমধ্যে অনেক পরিবার পুর্ণবাসন কেন্দ্রে চলে গেছে।
ভারত সরকার ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকার ও রিয়াং শরনার্থী সং গঠন মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।চুক্তি অনুসারে বিনামূল্যে রেশন কার্ড সামগ্ৰী প্রদান, ভোটার কার্ড, দেয়া হবে। পুনর্বাসন কেন্দ্রে রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা চালু থাকবে। আর্থিক সহায়তা করা হবে নেট সিস্টেম ব্যবহার করে। হয়। এন এল সি পি আর প্রকল্পে খোয়াই এবং সিপাহি জলা জেলা প্রশাসকের অফিসের পরিকাঠামো ঊন্নয়ন করা হয়েছে।তাতে ব্যয় হয় ৪২.২০ কোটি টাকা।২০২২-২৩ অর্থ বছরে স্পেশাল এসিস্ট্যান্ট প্রকল্পে ১২২ টি তহশিল কাছাড়ি থেকে বাড়িয়ে আরও নতুন ৪২ টি কেন্দ্র খোলা হবে।
চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ১৪৯০ টি পরিবার কে জমি বরাদ্দ করা হয়েছে। বাকি দের ও জমি দেয়ার কাজ চলছে বলে রাজস্ব সচিব জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।