হাবেলী প্রতিবেদন।১ লা নভেম্বর। আগরতলা।
গতকাল নাথযোগী সম্প্রদায়ের মৃতদেহ সৎকার করতে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত এবং পুরপরিষদ এলাকায় সমাধির জমির ব্যবস্থা করা , সমাধিস্থলের জমির বন্দোবস্ত প্রদান এবং অন্যান্য রাজ্যের মত রাজ্যেও নাথযোগী ডেভলেপ্রমেন্ট কাউন্সিল গঠন,নাথযোগী সাহিত্য দর্শণ, ইতিহাস একাডেমী সহ গবেষণা কেন্দ্র স্থাপন, আগরতলায় নাথযোগী ছাত্রাবাস, ৫০ ঊর্দ্ধ বযস্কদের বিনামূল্যে দেশের শিবতীর্থস্থানগুলো পরিদর্শন, দারিদ্রসীমার নীচে বসবাস কারি দের বাসগৃহ বিনা মূল্যে নির্মাণ, ছাত্র-ছাত্রীদের স্টাইফেন্ড মাসিক ৩ হাজার টাকা, জনসংখ্যা অনুপাতে বিধানসভা, লোকসভা এবং ত্রিস্তর পঞ্চায়েত স্তরে নির্বাচনে প্রার্থী প্রদান, সম্প্রদায়গতভাবে জনগননা, তাঁতীদের উন্নয়নে পূর্বাশায় নাথযোগীদের সম্প্রদায় থেকে চেয়ারম্যান এবং অধিকর্তা নিয়োগ এবং নাথযোগীদের ও বি সি সার্টিফিকেট প্রদানে সরলীকরণ সহ ১৩ দফা দাবির সমর্থনে দক্ষিন জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন নাথযোগী সমাজ ত্রিপুরা। রাজ্যকমিটির পক্ষে অবৈতনিক আহ্বায়ক হরিহর দেবনাথ, দক্ষিণ জেলা আহ্বায়ক মিন্টু দেবনাথ, স্বপন দেবনাথ, দীলিপ দেবনাথ, স্বপন দেবনাথ, প্রেমলাল দেবনাথ এবং বিস্বজিৎ দেবনাথ সহ এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। জেলা শাসক দাবীগুলোর যুক্তিকতা স্বীকার করেন। বিষয়গুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরে নেওয়ার আশ্বাস দিয়েছেন। অবৈতনিক আহ্বায়ক হরিহর দেবনাথ এক বিবৃতিতে এ সংবাদ জানিয়েছেন