হাবেলী প্রতিবেদন আগরতলা।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান উপলক্ষে রাজ্য সি পি আই এম উদ্যোগে স্থানীয় বিবেকানন্দ ময়দানে এক জনসমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে দলের সর্বভারতীয় সভাপতি সম্পাদক সীতারাম ইয়েচুরি উপস্থিত ছিলেন। এছাড়া রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জিতেন চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিরোধী দল নেতা মানিক সরকার সহ দলের রাজ্য কমিটির অন্যান্য সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন।
জনসমাবেশে সি পি আই এম কেন্দ্রীয় পলিটব্যুরোর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন কেন্দ্রের শাসকদল বিরোধী দল গুলো কে কোনঠাসা করতে ক্ষমতার অপব্যবহার করছে।ই ডি, / সি বি আই সহ অন্যান্য এজেন্সি দিয়ে বিভিন্ন রাজ্যের সরকার কে ভেঙ্গে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় বসেছে। কেন্দ্রীয় সরকারের এহেন কাজের তীব্র সমালোচনা করেন তিনি।
আরো বলেন দেশে বি জে পি সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। জনগনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কেন্দ্রীয় সরকারের মদতে দেশের একাংশ ধনী ব্যাক্তি ধনী হচ্ছে। গরিব আর ও গরিব হচ্ছে।ধনী ব্যক্তিদের প্রায় ১১লাখ কোটি টাকা ব্যাঙ্ক ঋন মকুব করে দিয়েছে। অথচ গরিব লোক ব্যাঙ্ক ঋন নিয়ে দেনার দায়ে জর্জরিত হয়ে পড়চ্ছে। কেন্দ্রীয় সরকারের কাজে ক্ষোভ প্রকাশ করেন। এবং তীব্র ভাষায় সমালোচনা করেন।
রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জিতেন চৌধুরী বলেন রাজ্যের বি জে পি এবং আই পি এফ টি জোট সরকার গত সাড়ে চার বছর জনগনের সাথে প্রতারণা করছে।জনগন বঞ্চিত, লাঞ্ছিত, প্রতারনা করছে। রাজ্য সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, নারি নির্যাতন, খুন সন্ত্রাস অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন।
আরও বলেন আজকের জনসভায় জনগন আস্তে না পারে সে জন্য শাসক ট্রেনের নির্ধারিত বগি কমিয়ে দিয়েছে। পাবলিক গাড়ি ভাড়া দিতে মালিকদের বারণ করেছে ।এক সপ্তাহ নাগাদ হুমকি ধমকি দিয়েও আজকের সমাবেশে জনগনকে আটকাতে পারে নি।
আগামী ২৭ অক্টোবর রাজ্যে প্রধানমন্ত্রী আসার কথা ছিল।এখন আর আসবে না। আজকের জনসভার পর প্রধানমন্ত্রী রাজ্যে আসনে তখন এই জনসমাবেশের আয়োজন করুন।
তিনি আরো বলেন, বি জে পি সভাপতি জে পি নাড্ডা খুমুলুঙ ছুটে গেছেন। সেখানে জনগন বুজে গেছে।ধোকাবাজদের কাছে আর প্রতারিত হতে রাজি নয়। সেই জন্য সেই সভায় জনগনের উপস্থিতি ছিল নগন্য।
মিস কলে চাকরি দেয়ার নামে প্রতারণা করছে বেকার দের সাথে। সরকারি কর্মচারীদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করা হয়েছে।আজ বেকার যুবক যুবতী, চাষী , শ্রমিক এবং কর্মচারী সকলে রাজ্য সরকারের কাজে ক্ষুব্ধ।
আগামী বিধানসভা নির্বাচনে বি জে পি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সব রাজনৈতিক দল গুলো কে লড়াই করার আহ্বান জানান তিনি।