Habely Patrika | Read Latest Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা খবর from Tripura's Leading Newspaper

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আসেন প্রধানমন্ত্রী ২৭/২৮ অক্টোবর

হাবেলী প্রতিবেদন। আগরতলা।

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান শুরু করতে আগামী ২৭/২৮ অক্টোবর একদিনের জন্য রাজ্যে আস্তে পারেন প্রধানমন্ত্রী। অরুনাচল প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবার কথা রয়েছে। দিল্লী থেকে অরুনাচল প্রদেশে যেতে বা আসার পথে আগরতলাতে আস্তে পারেন।আস্তাবল তথা বিবেকানন্দ ময়দানে এক জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই সমাবেশ কে সফল করে তুলতে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

আগামী ২১ অক্টোবর রাজ্য বামফ্রন্ট কমিটি বাঁকে আগরতলাতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বামফ্রন্টের ডাকে রাজ্যে সাড়ে চার বছর পর এই উদ্যোগ নেয়া হয়েছে। বামফ্রন্টের কাছে এই সমাবেশ এক চ্যালেন্স । বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশ ফ্লপ হয় । তাহলে বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে পারবে না সি পি আই এম। এই সমাবেশে জনজাতি অং শের জনগনের উপস্থিতি কি রকম থাকে তার মাধ্যমে বোঝা যাবে পাহাড়ের হাড়ানো মাটি বামফ্রন্ট আদৌ ফিরে পেয়েছে কিনা বামফ্রন্টের সং গঠন।

ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটি নিজেদের সাংগঠনিক ক্ষমতা যাচাই করার বিশেষ সুযোগ পেয়েছে শাসক দল
। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসমাবেশে ভাষণের মধ্য দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান আরম্ভ করতে আগ্ৰহী । বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমাবেশে র মাধ্যমে দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করে তোলাই প্রধান লক্ষ্য।
শাসকদল তথা বি জে পি আগাম নির্বাচনী তৎপরতা শুরু করে বিরোধী দলগুলো কে চাপে ফেলতে চেয়েছে
। দলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে তাও কতটা মিটিয়ে নেয়া যায় ।তাই এখন দেখার।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।