হাবেলী প্রতিবেদন।১১ অক্টোবর। আগরতলা।
তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেবর্বমা আসন্ন বিধানসভা নির্বাচন একা লড়ার কথা ঘোষণা করেছেন। এককভাবে ৩৫ টি বিধানসভা আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।সেই লক্ষ্যে দল রাজ্য ব্যাপী সং গঠনের কাজ করছেন।
মথা একক ভাবে নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করে দেয়ার পর ও শাসকদল এখনও মথার সাথে আঁতাত গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সূত্রে মাধ্যম যোগাযোগ অব্যাহত রেখেছে।
মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য নামে বিভিন্ন কর্মসূচি কথা এখনও ঘোষণা করে চলছে কেন্দ্রীয় সরকার।
মথা একক ভাবে নির্বাচনে লড়াই করে তাতে করে শাসকদলের বিশাল ক্ষতি হবে। উপজাতি সংরক্ষিত ২০ টি আসনে মথা লড়াই করে । সেই ক্ষেত্রে বি জে পি সমস্যায় ছিল না। কিন্তু সমতলের আরও ১৫ টি আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শাসকদলের লক্ষ ছিল সমতলের ৪০ টি আসনে লড়াই করে যেভাবে হোক ক্ষমতায় চলে আসবে।এখন সমতলে ১৫ আসন মথা প্রার্থী দাঁড় করিয়ে দেয়।তাহলে এই আসনে বি জে পি প্রার্থী জয়ী হয়ে আসা কষ্টকর।এই সব আসনের মথা সমর্থক জনজাতি অংশের জনগন একটি ভোট ও বি জেপি না দেয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সমতলে ভোট ভাগ হবে বিজেপি, কংগ্রেস , বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাভাগি হয়ে যাবে।
শাসকদলের বাইক বাহিনী বিরোধী দলের কর্মীদের উপর হামলা হুজুতি ভয়ভীতি প্রদর্শন করে দাপিয়ে রাখতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। এই সব আসনে মথা প্রার্থী দিয়ে দেয়ার কারণে সব হিসেব পুরো উল্টে যাবে।
বিধানসভা নির্বাচনের পর মথা নির্বাচনে ভালো ফল করতে পারে ।তখন সরকার গঠনের ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাতে করে সরকার গড়তে মথার দাবি মানতে বাধ্য থাকবে।
ধারনা করা হচ্ছে মথা বি জে পি সাথে অলিখিত চুক্তি করতে পারে।মথা একক ভাবে নির্বাচনে লড়াই করে বিরোধী দলের ভোটকে ভেঙ্গে দেয়া যায়।তাতে করে সমতলে বি জে পি ভালো সংখ্যা য় আসন পেতে পারে।বি জে পি তখন মথার পর সাথে আঁতাত করতে মেতে বাধ্য থাকবে।
মথা সুপ্রিমো বি জে পি সাথে প্রকাশ্যে আঁতাত গড়ে তোলে তাতে করে মথার কাছে থেকে যুব সম্প্রদায়ের ভোট চলে যেতে পারে বামফ্রন্টের দিকে। এই আশঙ্কা থেকে মথা সুপ্রিম প্রদ্যুৎ নির্বাচনের আগে আঁতাত কিছুতেই তুলবে না বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা।