আগামী কাল দুই দিনের সফরে রাষ্ট্রপতি আসছেন

হাবেলী প্রতিবেদন।১১ অক্টোবর।। আগরতলা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী কাল সকালে বিশেষ বিমানে করে দুই দিনের রাজ্য সফরে আসছেন। রাষ্ট্রপতি সফর ঘিরে রাজ্য প্রশাসনে চলছে ব্যাপক তৎপরতা। আগরতলা রেল ষ্টেশন, রবীন্দ্র শতবার্ষিকী ভবন , টাউন হল এবং উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে।
আগামী কাল সকালে এসে তিনি রাজভবনে উঠবেন। সেখানে বিশ্রাম নিয়ে পরবর্তীতে আগরতলাতে অনুষ্ঠানসূচী অনুযায়ী কর্মসূচিতে অংশ গ্ৰহন করবেন।
১৩ অক্টোবর সকাল সাড়ে নয়টায় আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন।এক অড়াম্বর অনুষ্ঠানে মাধ্যমে আগরতলা থেকে কলকাতা দ্বি সাপ্তাহিক বিশেষ এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন তিনি।
পরে এই ট্রেনটি সপ্তাহে দুই দিন করে আগরতলা থেকে কলকাতা , কলকাতা থেকে আগরতলা মধ্যে চলাচল করবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুষ্ঠানে অংশ গ্ৰহনকে সুন্দর করে সাজিয়ে তুলতে উত্তর পূর্বাঞ্চলের রেল বিভাগের লামডিং বিভাগের প্রধান যোগিন্দর সিংলখরা, নিরাপত্তা দায়িত্বে থাকা অফিসার মিগম দোলে সহ অন্যান্যরা আগরতলায় এসেছেন।
আগরতলা রেল ষ্টেশন থেকে সিদ্দি আশ্রম চৌমুহনী পর্যন্ত পার্শ্ববর্তী এলাকার সাজিয়ে তোলার কাজ দ্রুত গতিতে চলছে। রাস্তার ভেঙ্গে পড়া অংশ গুলো সাড়াই কাজ চলছে।

রাষ্ট্রপতি রাজ্য সফর ঘিরে ট্রাফিক দপ্তর আগরতলা শহরের রাস্তায় যান চলাচলে গতি কিছু ক্ষেত্রে পরিবর্তন করেছে।
ক)
নড়সিংগড় – রামনগর -;গান্ধীগ্ৰামবাজার – শালবাগান – রাবার বোর্ড – চানমারি – জিবি – আই এল এস
খ)
জি বি- ইন্দ্রনগর – ধলেশ্বর – মঠচোমুহনী – যোগোন্দ্রনগর – বাইপাস সড়ক।
গ)
এ ডি নগর , বটতলা – ফায়ারচৌমুহনী – কের চৌমুহনী – শঙ্কর চৌমুহনী – বড়জলা – ভোলাগিরি – আই এল এস – জি বি।
ঘ)
জি বি – আই এল এস – এস ডি ও চৌমুহনী – নন্দনগর – বণিক্য চৌমুহনী – খয়েরপুর।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।