হাবেলী প্রতিবেদন। ৮ অক্টোবর। আগরতলা।
গুয়াহাটিতে রেল ষ্টেশনে পৃথকভাবে আন্তর্জাতিক রেল টিকেট কাউন্টার চালু করেছে উত্তর পূর্বাঞ্চলের রেল কর্তৃপক্ষ।
এখান থেকে আন্তরাষ্ট্রিয় টিকেট কাউন্টার টি ১৩১৩১/১৩১৩২ নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা হয়ে নিউজলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসে ভ্রমনের ক্ষেত্রে যাত্রীদের সুবিধা পাওয়া যাবে। কাউন্টার টি প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। সরকারি ছুটির দিন বন্ধ থাকবে।
এখান থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলোর যাত্রীগন টিকেট কাটতে পারবে ।আগে জলপাইগুড়ি বা কলকাতা ষ্টেশন থেকে যাত্রীদের টিকেট কাটতে হয়েছে। এই সমস্যা এখন দূর হয়েছে। টিকেট কাটার সময় পাসপোর্ট এবং ভিসা সঙ্গে সাথে নিয়ে যেতে হবে।
ভারত বাংলাদেশ মিতালী এক্সপ্রেস ট্রেন গত ১ জুন ২০২২ সালে চলাচল শুরু করেছে।ট্রেনটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ১১:৪৫ মিনিটে ভারতীয় সময়ে নিউ জলপাইগুড়ি ষ্টেশনে ছেড়ে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা দিবে। পরদিন ঢাকা পৌঁছাবে ২২:৩০মিনিটে বাংলাদেশ সময়ে।
ঢাকা থেকে পুনরায় যাত্রা শুরু করবে সোমবার এবং বৃহস্পতিবার ২১:৫০মিনিট বাংলাদেশ সময়ে ছেড়ে নিউ জলপাইগুড়ি এসে পৌঁছাবে ৭:১৫ মিনিটে ভারতীয় সময়ে।
আগামী দিনে আগরতলা ষ্টেশনে ও আন্তরাষ্ট্রীয় টিকেট কাউন্টার চালু করার দাবি উঠবে।