রাষ্ট্রপতি আগামী ১২ /১৩ অক্টোবর রাজ্য সফরে আসছেন

হাবেলী প্রতিবেদন।৯ অক্টোবর। আগরতলা।

ত্রিপুরা সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ১২ অক্টোবর আগরতলায়। ফিরবেন ১৩ অক্টোবর। তিনি গুয়াহাটি থেকে বিশেষ বিমানে আগরতলায় আসবেন।

রাষ্ট্রপতি কে বিমান বন্দরে গার্ড অফ অনার দেয়া হবে।তারপর তিনি সেখান থেকে রাজভবনে আসবেন। সেখানে বিশ্রাম নিবেন। ঐদিন রাতে টাউন হলে রাষ্ট্রপতি কে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। আবার চলে যাবেন রাজভবনে। সেখানে রাষ্ট্রপতির সমানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

পরদিন সকালে রাষ্ট্রপতি যাবেন উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে পুজো শেষে আগরতলায় ফিরবেন।
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভার্চুয়াল অনুষ্ঠানে একাধিক প্রকল্প এবং শিলান্যাস করবেন।চুড়ান্ত প্রকল্পগুলো হয়েছে দামছড়া থেকে মনপুই সড়ক, যতনবাড়ি থেকে মন্দির ঘাট ভায়া তীর্থমুখ সড়ক , পুরোনো রাজভবনে মিউজিয়াম,নড়সিংগড়ে আইন কলেজ, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমী, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, শিলান্যাস করবেন। নবনির্বাচিত বিধায়ক আবাসিক ভবন এবং আগরতলা থেকে কলকাতা মধ্যে যাত্রী ট্রেনের উদ্বোধন করবেন বলে এখন পর্যন্ত স্থির হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।