পুজোর তিন দিন রাজ্যে ও স্পেশাল ট্রেন

হাবেলী প্রতিবেদন।১ অক্টোবর। আগরতলা।

পুজো উপলক্ষে রাজ্যে ও তিন দিন বিশেষ ট্রেন চলাচল করবে। বিশেষ ট্রেন চলাচল করায় এবছর আগরতলায় দর্শনার্থীদের ভিড় বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনার কারণে গত দুই বছর আগরতলা সহ সর্বত্র দশনার্থী ভিড় কম ছিল।
২ অক্টোবর থেকে ৪অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রেন চলাচল করবে। উত্তর পূর্বাঞ্চলের রেলওয়ে থেকে এই সংবাদ জানানো হয়েছে।
আগরতলা থেকে ধর্মনগর উদ্দেশ্যে বিশেষ ট্রেন ছাড়বে সকাল ৫-১৫ মিনিটে।এটি আমবাসায় পৌঁছাবে সকাল ৬-৩১ মিনিটে, কুমার ঘাটে ৭-৪১ মিনিটে ধর্মনগরে সকালে ৮-৪৫ মিনিটে। আবার ধর্মনগর থেকে ফিরে সকাল ১০-৩৫মিনিটে, কুমাঘাট ১১-১২ মিনিট এবং আমবাসা ১২- ১৯ মিনিটে আগরতলায় আসবে ২টায়।

অন্যদিকে আগরতলা থেকে দুপুর ২-১৫ , উদয়পুর ৩-০৮ মিনিটে ,বিলোনীয়া ৩-০৮ মিনিটে সাব্রুম পৌঁছাবে বিকেল ৪-৩৫ মিনিটে।
সাব্রুম থেকে ফিরবে সন্ধ্যা ৫ টায় ছেড়ে বিলোনীয়া ৫-৫৯ মিনিটে, উদয়পুর ৬-৩৬ মিনিটে আগরতলায় পৌঁছাবে রাত ৭-৩৫ মিনিটে।

প্রতিদিনের ট্রেনগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করবে।

অপরদিকে আগরতলা শহরের মধ্যে পুজোর কয়দিন টি আর টি সি বাস চলাচল করবে। সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা থেকে রানীর বাজার থেকে বটতলা। রেল ষ্টেশন থেকে রাধানগর।সেকেরকোট থেকে বটতলা পর্যন্ত চলাচল করবে।যাত্রী ভাড়া লাগবে না বলে টি আর টি সি কতৃপক্ষ ঘোষণা করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।