হাবেলী প্রতিবেদন।১ অক্টোবর। আগরতলা।
আসন্ন বিধানসভা নির্বাচন কে সামনে রেখে রাজ্য সরকার তথা ভারতীয় জনতা পার্টি ময়দান সাজাতে আরম্ভ করেছে। সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার বিভিন্ন শুন্যপদে নিয়োগ করার কথা ঘোষণা করেছে। আগামী এক মাসের মধ্যে শুন্যপদ গুলো পূরণে উদ্যোগ নেয়া হয়েছে। মহাকরণে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানিয়েছেন।
তিনি আরও জানান গ্ৰামোন্নয়ন দপ্তরে ৩৭৪ জন ইন্জিনিয়ার সহ বিভিন্ন শুন্য পদে নিয়োগ করা হবে।
এছাড়া ৬ হাজার ৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী ঊর্তীন্ন হতে হবে। স্থানীয় থানা কর্তৃপক্ষ কাছে আ বেদন জমা দিতে হবে। পুলিশের ডি জি মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।১৮ থেকে ৪৫ বছর বয়সের ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। মাসিক ১০ হাজার টাকা উপর মাসোহারা দেয়া হবে বলে শ্রীচৌধুরী জানান।
তিনি আরো জানান রাজ্য সরকার নতুন করে ৩০ হাজার জনকে সামাজিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই এই কাজ শেষ করা হবে। এদের কে ও মাসে ২ হাজার টাকা করে সামাজিক ভাতা ব্যাঙ্কের মাধ্যম সরাসরি প্রদান করা হবে ।৩০ হাজার জনকে এই ভাতা প্রদান করতে মাসে অতিরিক্ত ৬ কোটি টাকা খরচ হবে বলে তিনি জানান।
আরও জানান রাজ্য সরকার অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং আশা কর্মীদের মাসিক ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।তবে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকার খাত থেকে যে অর্থ বরাদ্দ করা হয় সেই টাকার উপর ১৫ শতাংশ অর্থ বৃদ্ধি করা হবে। ৯৯৩১ টি অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের কর্মী গন উপকৃত হবে।
্্অপরদিকে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান শীঘ্রই শিক্ষা দপ্তরের শুন্যপদে শিক্ষক শিক্ষিকা দের নিয়োগ পত্র ছেড়ে দেয়া হবে।৩৪৪৭ জন বেকার উপকৃত হবে। ইতিমধ্যে পি জি টি ৬৯০ জনের অফার ছেড়ে দেয়া হয়েছে।
পূজার ছুটি শেষে নবম এবং দশম শ্রেণীর ছাত্রী দের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হবে। এই প্রকল্পের আওতায় ৪৪হাজার ৬৭৩ জন ছাত্রী উপকৃত হবে। একটি সাইকেল দাম ৩৮২০ টাকা। তাতে মোট ১৭ কোটি ১০ লাখ টাকা খরচ হবে। করোনা প্রাদুর্ভাব জন্য ২০২০-২১ এবং ২০২১-২২ আর্থিক বছরে বাইসাইকেল বিতরণ করা সম্ভব হয় নি।