সমাধিস্থলের জমি এবং ডেভলেপ্টমেন্ট কাউন্সিল গঠন সহ ১৩ দফা দাবির সমর্থনে ধলাই জেলাশাসকের কাছে নাথযোগী সমাজ ত্রিপুরা ডেপুটেশন প্রদান

হাবেলী প্রতিবেদন।২৭ সেপ্টেম্বর। আগরতলা।

নাথ যোগী সম্প্রদায়ের মৃতদেহ সৎকার করতে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত এবং পুরপরিষদ এলাকায় সমাধিস্থলের জমির ব্যবস্থা করা, সমাধিস্থলের জমির বন্দোবস্ত প্রদান এবং অন্যান্য রাজ্যের মত রাজ্যেও নাথযোগী ডেভলেপ্রমেন্ট কাউন্সিল গঠন, নাথ যোগী সাহিত্য,দর্শণ, ইতিহাস একাডেমী সহ গবেষণা কেন্দ্র স্থাপন , আগরতলায় নাথযোগী ছাত্রাবাস, ৫০ উর্দ্ধতন দের বিনামূল্যে দেশের বিভিন্ন শিবর্তীথস্থানগুলি পরির্দশন, দারিদ্র্য সীমার নিচে বসবাস কারি দের বিনামূল্যে বাস গৃহ নির্মাণ, ছাত্র-ছাত্রীদের স্টাইফেন্ড মাসিক ৩ হাজার টাকা, জনসংখ্যানুযায়ী বিধানসভা ও লোকসভা আসন বরাদ্দ, সম্প্রদায়গতভাবে জনগননা, তাঁতীদের উন্নয়নে পূর্বাশায় নাথযোগীদের থেকে অধিকর্তা এবং চেয়ারম্যান নিয়োগ, নাথ যোগী দের ও বি সি সার্টিফিকেট প্রদান সরলীকরণসহ ১৩ দফা দাবির সমর্থনে গতকাল ধলাই জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছেন নাথযোগী সমাজ ত্রিপুরা কমিটি।
ধলাইজেলা শাসকের অনুপস্থিতিতে সিনিয়র ম্যাজিষ্টেট ডেপুটেশনের দাবি সনদ গ্ৰহন করেছেন।
নাথযোগী সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি আহ্বায়ক হরিহর দেবনাথ নেতৃত্বে ধলাই জেলার পক্ষে অরুণ দেবনাথ, অনিল দেবনাথ, রবীন্দ্র দেবনাথ, রাখাল দেবনাথ, ক্ষিতিশ দেবনাথ, সুভাষ দেবনাথ এবং রাকেশ দেবনাথ উপস্থিত ছিলেন।
সিনিয়র ম্যাজিষ্টেট দাবীগুলোর যুক্তিকতা স্বীকার করেন। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ধলাই জেলাশাসকের নজরে বিষয় গুলো নেবেন বলে জানিয়েছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হ‌ওয়ায় ডেপুটেশন প্রদান কারী গন সকলে সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।