বিলোনীয়া রাতের শহর ভয়ঙ্কর: মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ:প্রাক্তন বিধায়কের

হাবেলী প্রতিবেদন। ২৪ সেপ্টেম্বর। আগরতলা।

বিলোনীয়া এখন আতঙ্কের শহর।সন্ধ্যার সাথে সাথে রাস্তাঘাট জনমানষ শুন্য। নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন বিধায়ক অমল মল্লিক। আজ বিলোনীয়াতে এক সাংবাদিক সম্মেলনে শ্রীমল্লীক একথা গুলো বলেছেন।

তিনি বলেন বিলোনীয়া শহরে চুরি, চিন্তাই, রাহাজানির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মহিলা হত্যা, অপহরণ ঘটনা। জনগন এক উদ্ধেগজনক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। বাড়ছে নেশার প্রভাব। নেশার কবলে পড়ে যুব সমাজ আজ ধ্বংসের মুখে।

তিনি আরো জানান বিলোনীয়া শহরসহ পাশ্ববর্তী এলাকা থেকে বহু মহিলা নিখোঁজ হয়। এখনো সকলকে পুলিশ উদ্ধার করতে পারেনি।

আজ একজন বয়স্ক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।কি কারণে মহিলা কে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

প্রাপ্ত এক তথ্যে জানা গেছে গত ৯ মাসে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫০ গৃহবধূ সহ নানান বয়সের মহিলা নিখোঁজ হয়। পুলিশ প্রায় ৪০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সম্প্রতি রাজনগর ব্লকে এক যুবতী কে বহিরাজ্যে পাচার করে দেয়ার সময় আগরতলা থেকে তাকে উদ্ধার করে পরিবারের হাতে পৌঁছে দেয়া হয়েছে। এই সব ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের গ্ৰেপ্তার করতে তৎপরতা জারি রেখেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।