হাবেলী প্রতিবেদন।২৩ সেপ্টেম্বর। আগরতলা।
তিনটি বিধানসভা আসনের জনগন আজ অভিভাবক হীন।সকলেই ছিলেন শাসক দলের বিধায়ক। প্রথমবার রাজ্যের ক্ষমতায় বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে বি জে পি কে ক্ষমতায় এনেছিল। ক্ষমতায় আসার পর থেকে দলের অন্ধরে চলছিল নানা ধরনের কলহ। সেই কলহ দলের কেন্দ্রীয় নেতৃত্ব মিটানোর উদ্যোগ করে নি। যদিও পরবর্তীতে দলের কোন্দল সামলাতে মেয়াদের শেষ প্রান্তে এসে উদ্যোগ নিয়েছে। কিন্তু তাতেও সেই রকম কাজ হবে বলে মনে করেন না অভিজ্ঞ মহল।যদিও সময়ে বুঝতে পারা যাবে সঠিক না ভূল ছিল।
বিধানসভা নির্বাচন আরও পাঁচ মাস বাকি আছে। এই সময়ের মধ্যে উপনির্বাচন করতে হবে না।যে কারণে বনমালী পুর কেন্দ্র বিধায়ক বিপ্লব কুমার দেব রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়ে গেছেন। তিনি বিধায়ক পদে ইস্তফা দিতে হবে।
অপরদিকে করবুক কেন্দ্রের বিধায়ক বূরবমোহন ত্রিপুরা আজ পদত্যাগ করেছেন।
অন্যদিকে সিমনা কেন্দ্র বিধায়ক বৃষকেতূ দেবর্বমা বিধায়ক পদ খারিজ করে দেন অধ্যক্ষ।ফলে এই আসনগুলোতে এখন নির্বাচিত জনপ্রতিনিধি নেই। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগন তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত হবে। তাদের সমস্যা র কথা কেউ শুনতে পাবে না। আগামী বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রের জনগন অভিভাবক হীন।