রাজ্য সভার ভোটে সকলের নজর সুদীপ রায়বর্মন উপর

হাবেলী প্রতিবেদন।২১ সেপ্টেম্বর। আগরতলা।

আগামীকাল রাজ্য সভার একমাত্র আসনে উপনির্বাচনে ভোট। বিধানসভা ভবনের কনফারেন্স হলে সকাল থেকে ভোট গ্ৰহন শুরু হবে। বিকেল পর্যন্ত ভোট গ্ৰহন করা হবে। বিকেলেই ভোটের ফল প্রকাশ করা হবে।

বামফ্রন্ট ভানুলাল সাহা কে আর বি জে পি প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কে। রাজ্য বিধানসভা তে কংগ্রেসের একমাত্র সুদীপ রায়বর্মন। তিনি রাজ্য সভার নির্বাচনে কাকে ভোট প্রদান করবেন। এই নিয়ে রাজ্য রাজনীতি তে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। সুদীপ বাবু এই মুহুর্তে বামফ্রন্ট প্রার্থী কে সমর্থন করেন। তাহলে রাজনীতি তে বামফ্রন্ট এবং কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে কোন ঠাসা হয়ে পড়বে।বি জে পি বিষয় টি জনগনের কাছে নিয়ে যাবে। সুদীপ বাবু এই রাজ্যসভার ভোটে নীরব থাকাটা ঠিক হবে।

রাজ্য সভার ভোটে বিপ্লব কুমার দেব জয়ী হবে।

তা কেউ আটকাতে পারবে না।

রাজ্য সভার ভোটে বিজেপি দলের কোনো বিধায়ক বিরোধী দলের প্রার্থী কে সমর্থন করেন।তা এখন বড় প্রশ্ন।যদি এই উপনির্বাচনে ভোট শাসকদলের বিরুদ্ধে না যায় । তাহলে পরিস্কার হবে যে আগামী বিধানসভা নির্বাচনে বি জে পি সংঘবদ্ধ শক্তিশালী থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।