রাজ্য সভায় একমাত্র আসনে ভোট দানে বিরত কংগ্রেস

হাবেলী প্রতিবেদন।২২সেপ্টেম্বর। আগরতলা।

আজ রাজ্যের একমাত্র আসনে রাজ্যসভার উপনির্বাচন ভোট গ্রহণ চলছে। কংগ্রেস দলের একমাত্র বিধায়ক সুদীপ রায়বর্মন আজ ভোট প্রদান থেকে বিরত রয়েছেন। তিনি জানান রাজ্য কংগ্রেস দলের সভাপতি বীরজিৎ সিনহা শ্রীরায়বর্মনকে নির্দেশ দিয়েছেন কংগ্রেস রাজ্যসভায় লড়তে কাউকে প্রার্থী দাঁড় করায় নি।তাই অন্য দলের প্রার্থীদের ভোট প্রদান করতে কোন যোগাযোগ করে নি। তাহলে কাউকে ভোট না দিয়ে বিরত থাকলেন শ্রীরায়বর্মন।

অন্যদিকে বিরোধী দল নেতা মানিক সরকার সাংবাদিকদের জানান ৫২ মাসে একমাত্র বিধানসভার ভেতরে রাজ্যসভার প্রার্থীকে ভোট প্রদান করা হয়েছে। এছাড়া রাজ্যে ২০১৮ সালে বি জে পি আই পি এফ টি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত সর্বশেষ উপনির্বাচনে ও ভোটার গন অবাধে তাদের মতামত প্রয়োগ করতে পারে নি। ছাপ্পা ভোট প্রদান করে উপনির্বাচনে বি জে পি নির্বাচনে জয়ী হয়েছে।

বি জে পি এবং আই পি এফ টি জোট প্রার্থী বিপ্লব কুমার দেব আজ ভোট প্রদান করার পর সাংবাদিকদের জানান রাজ্যের জনগনের কল্যানে তিনি রাজ্যসভার ভেতরে সোচ্চার হবেন। দেশের প্রতিযসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় তিনি কাজ করে যাবেন।

আজ বিকেলে ভোট গ্রহণ পর্ব শেষ হবার সাথে সাথে রাজ্যসভার প্রার্থীদের ভোট গণনা শুরু হবে।সন্ধ্যার মধ্যেই জানা যাবে বিপ্লব কুমার দেব কত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।