রাজ্যসভার ভোটে বিপ্লব কুমার দেব বিজয়ী

হাবেলী প্রতিবেদন।২২সেপ্টেম্বর। আগরতলা।

রাজ্য সভার সদস্য পদে নির্বাচিত হলেন বিপ্লব কুমার দেব। তিনি পেলেন ৪৩ ভোট। বিপক্ষের বামফ্রন্ট প্রার্থী ভানুলাল সাহা পেলেন ১৫ ভোট।

বিজয়ী বিপ্লব কুমার দেব কে নিয়ে শহরে বি জে পি বিজয় মিছিল বের করেছে। সাথে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া রাজ্যমন্ত্রীসভা সদস্যগন এবং রাজ্য বিজেপি সাংগঠনিক পদাধিকারগন ও মিছিলে অংশগ্রহণ করেন। অন্যদিকে রাজ্যে অবস্থান রত রাজ্যের পর্যবেক্ষক ড.মহেশ শর্মা এবং সম্বীৎ পাত্র ও ছিলেন।

আজ কের ভোট থেকে প্রমান হল রাজ্য বিজেপিতে বিরোধ নেই। যখন মানিক সাহা রাজ্যসভায় প্রার্থী হয়েছিলেন। তখন দলের সদস্য দের পক্ষ থেকে ক্রসিং ভোট প্রদান করা হয়েছিল। এবারের নির্বাচনে দল আগে থেকেই যথেষ্ট সতর্কতা অবলম্বন করে ছিল।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী পদ থেকে আচমকা বিপ্লব কুমার দেব কে সরিয়ে রাজ্যসভার সদস্য মানিক সাহা কে মূখ্যমন্ত্রী দায়িত্ব দেয়া হয়।তাতে বাধ্য হয়ে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল।আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনে বিধায়ক বিপ্লব কুমার দেব কে রাজ্যসভার সদস্য নির্বাচিত করে পাঠানো হয়েছে।

তিনি ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে বনমালী পুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে ছিলেন।রাজ্য সভার সদস্য নির্বাচিত হ ওয়ায় বিধায়ক পদ ছাড়তে হবে। বিধায়ক পদ শূন্য হল। কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচন আর ছয় মাস ও বাকি নেই। সেই জন্য এই আসনে উপনির্বাচন করতে হবে না।

মুখ্যমন্ত্রী ছেড়ে আসা আসনটির প্রতি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জায়া নীতি দেব আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে আগ্ৰহী ।এখন দেখার দলের কেন্দ্রীয় কমিটি কাকে আগামী দিনে এই আসনে থেকে লড়তে অনুমোদন দেন।এর জন্য বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।