দুই দিনের রাজ্য সফরে আসলেন বিজেপি সাংগঠনিক নেতৃত্বদ্বয়

হাবেলী প্রতিবেদন।২১ সেপ্টেম্বর। আগরতলা ।

ভিলেজ কমিটি এবং বিধানসভা নির্বাচন কে সামনে রেখে সংগঠন কে শক্তিশালী করতে রাজ্যের নতুন দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকগন আজ আসেন।এরা হলেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সাংসদ ড. মহেশ শর্মা এবং উত্তর পূর্বাঞ্চলের পর্যবেক্ষক সম্বিত পাত্র।রাজ্যে এসেই আই এন পি টি এবং বি জে পি বিধায়কদের সাথে এক জরুরি সভায় মিলিত হন। আগামী কাল রাজ্যসভার উপনির্বাচন। সেই নির্বাচনে দলীয় বিধায়কগনের মধ্যে কোন কারনে ক্রস ভোট হয়।তার থেকে দলের সাংগঠনিক শক্তি প্রশ্নের মুখে এসে দাঁড়াবে। প্রকাশ্যে দলীয় কোন্দল দেখা যায় না। কিন্তু দলের একাংশ বিধায়ক কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাজে প্রচন্ড ক্ষুব্ধ। বিধানসভা মেয়াদ আর বেশি দিন নেই।

পূজার পর পর ই ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন হতে পারে। নির্বাচন হলে দল ভিলেজ কমিটি নির্বাচনে কিভাবে লড়বে- তা নিয়ে পংক্ষানুপুক্ষভাবে আলোচনা করা হবে।

যদিও রাজ্যে প্রথমবার সাংগঠনিক কাজে এসেছে। বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই।স্বল্প সময়ের মধ্যে দলের মধ্যে যে শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই শূন্যতা পূরণ করতে পারবে কি না তা ই দেখার।

রাজ্যের সভাপতি পদে রাজীব ভট্টাচার্য কে সম্প্রতি বসানো হয়েছে । নতুন

রাজ্য সভাপতি এখন ও পূর্বতন কমিটির কার্যকর্তাদের নিয়ে সংগঠনের কাজ করে যাচ্ছেন।রাজ্য কমিটি নতুন করে করার বিষয়ে ও আলোচনা হবে। এই কমিটি ভিলেজ এবং বিধানসভা নির্বাচনের কাজ পরিচালনা করবেন।

রাজ্যের প্রাক্তন সভাপতি তথা মুখ্যমন্ত্রী পরে সাংসদ বিপ্লব কুমার দেব পরামর্শ ছাড়া রাজীব ভট্টাচার্য কোন কাজ কাজ করবে না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।