হাবেলী প্রতিবেদন।২২সেপ্টেম্বর। আগরতলা।
আগামী নভেম্বর থেকে যাত্রা শুরু করবে রাজ্যের বহু প্রতিক্ষিত সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনষ্টিটিউটের ত্রিপুরা শাখা। ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনষ্টিটিউট নাম ঘোষণা করা হয়েছে।এই বিষয়ে রাজ্য সরকার তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরহিত্যে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনষ্টিটিউট সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে।এই জন্য ত্রিপুরা সরকার কে প্রতি বছর পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।
রাজ্যে আগে কখনো এই ধরনের উদ্যোগ নেয়া হয় নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে ফিল্ম এন্ড টেলিভিশন ইনষ্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়। সেই উদ্যোগ আগামী নভেম্বরে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে শ্রীচৌধুরী আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন প্রথম ধাপে চার সপ্তাহের জন্য কোর্স চালু করা হবে।ফিল্ম এপ্রিসিয়েশন, প্রোডাকশন ম্যানেজমেন্ট অন সিনেমা এন্ড টেলিভিশন। আট সপ্তাহের জন্য স্ক্রিন এ্যকটিং, সাংবাদিকদের জন্য এ্যংকারিং এন্ড নিউজ রিডিং রয়েছে। এই কোর্সগুলোর কার্যক্রম দেখে আগামী দিনে ডিগ্ৰী কোর্স চালু করা হতে পারে।
রাজ্য সরকার ইনষ্টিটিউট চালু করতে ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত ফরম ফিলাপ করে জমা দেয়া যাবে।
যে কোন কোর্স ভর্তি হতে জেনারেল দের কে ৫০০টাকা , এবং এস সি /এস টি প্রতিবন্ধদের ৩০০টাকা করে কলেজে ভর্তি সময় জমা দিতে হবে।।