ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি সন্মেলনে সমাজ পরিবর্তনে সংবাদ পত্রের ভুমিকা অপরিসীম

হাবেলী প্রতিবেদন।২১ সেপ্টেম্বর। আগরতলা।

সমাজ পরিবর্তনে সংবাদ পত্রের ভুমিকা অপরিসীম। সমাজের দর্পণ। এই সংবাদ মাধ্যম। আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কথা বলছেন। রবীন্দ্রনাথ শতবার্ষিকী ভবনে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি এক দিনের রাজ্য সন্মেলন উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী ভাষণে তিনি আরো বলেন সরকারের ভূলক্রটি তুলে ধরা সংবাদ পত্রের অন্যতম কর্তব্য । তবে তা খেয়াল রাখতে হবে তাতে যেন গঠন মূলক হয়।তথ্যের বিকৃতি না ঘটে।সব সময় সত্য এবং বাস্তব কে তুলে ধরেন।

আরও বলেন রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। সংবাদ পত্রের সমস্যা সমাধানে উদ্যোগ নিবে সরকার। এছাড়া সাংবাদিক আক্রান্ত হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিবে। আগামী দিনে ও করবে।

আজকের সন্মেলন এ থাকতে পেরে আমি আনন্দিত। খুশি হলাম। সন্মেলনের সাফল্য কামনা করছি।

আজ রাজ্যের বরিষ্ট সাংবাদিক স্রোতরঞ্জন খীসাকে নিউজ পেপার সোসাইটি পক্ষ থেকে সম্বোধনা জানানো হয়েছে।

খীসার হাতে মানপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

এছাড়া আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন অরুণ নাথ। যুগ্ম সম্পাদক শানিত দেব ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবল দে ।

পরবর্তীতে আগরতলা প্রেশ ক্লাবে সোসাইটি সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সুবল দে। সেখানে সর্বসন্মত ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে এখন থেকে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি নাম পরিবর্তন করে ত্রিপুরা নিউজ মিডিয়া সোসাইটি রাখা হয়েছে।

পররর্তীতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য কার্যকরী ।কমিটির গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটি সভাপতি হয়েছেন সুবল দে, সাধারণ সম্পাদক শানিত দেব এবং কোষাধ্যক্ষ আর কে তরুণজিৎ সিনহা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।