হাবেলী প্রতিবেদন। ২০ সেপ্টেম্বর। আগরতলা।
আগামী ২৩ এবং ২৬ সেপ্টেম্বর দুই দিনের রাজ্য বিধানসভা অধিবেশন আহ্বান করেছেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। মাঝখানে দুই দিন অধিবেশনে বন্ধ থাকবে।ঐ দিন সকাল এগারোটায় অধিবেশন শুরু করা হবে।
এবারের অধিবেশনে মুখ্যমন্ত্রী
বিধায়ক হিসেবে মানিক সাহা, স্বপ্না দাস এবং মলিনা দেবনাথ শাসকদল বি জে পি হয়ে নির্বাচিত হয়ে প্রথমবার পা রাখবেন। অন্যদিকে সুদীপ রায়বর্মন পুনরায় নির্বাচিত হয়ে কংগ্রেস দলের বিধায়ক হয়ে যাচ্ছেন। বি জে পি সরকারের পাঁচ বছরের মধ্যে সুদীপ রায়বর্মন দুই ভূমিকায় অবতীর্ণ হবেন।
চলতি অধিবেশনে বিরোধী দল শাসকদল কে চাপে ফেলতে বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় উত্থাপন করবেন।