ঘরে ঘরে সুশাসন, সামাজিক ভাতা মাসিক ২০০০টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাবেলী প্রতিবেদন।১৯ সেপ্টেম্বর। আগরতলা।

কথায় নয় কাজে বিশ্বাসী বর্তমান সরকার। সামাজিক ভাতা চলতি মাস থেকে কার্যকর করার কথা ঘোষণা করেছেন । মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত ১৮ সেপ্টেম্বর স্থানীয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতি ঘরে সুশাসন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন।
তিনি জানান রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে বিভিন্ন সামাজিক ভাতা ছিল ৭০০টাকা করে।২০১৮ সরকার ক্ষমতায় এসে সামাজিক ভাতা মাসিক ১০০০টাকা করে প্রদান করতে থাকে। এবার তা বাড়িয়ে করা হল মাসিক ২০০০ টাকা। সামাজিক ভাতা বৃদ্ধি করতে জনগনকে মিছিল মিটিং সংগঠিত করতে হয় নি। সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়েছে।

আজ রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে বিভিন্ন প্রকল্পে ২৯ টি সামাজিক ভাতা প্রদান করা হয়। রাজ্য সরকার পরিচালিত ২৯ টি এবং কেন্দ্রীয় সরকারের ৩ টি সামাজিক ভাতা চালু রয়েছে। সামাজিক ভাতা আওতায় এখন পর্যন্ত মোট ৩লক্ষ ১৮ হাজার ৪ শত ১৫ জন রয়েছে।
তিনি আরো জানান মাসিক ১০০০ টাকা করে সামাজিক ভাতা প্রদান করতে মাসিক ৩১ কোটি ৪৪ লক্ষ টাকা খরচ হয়।২০০০ টাকা ভাতা প্রদান করতে বছরে মোট ৬০৩ কোটি ৮৯ লক্ষ টাকা খরচ হবে।
রাজ্যে কন্যা সন্তান ভাতা প্রকল্পের আওতায় আনা হয়েছে ৭১ হাজার ১৭ জনকে। তাতে করে ২০২৩-২৪ আর্থিক বছরে মোট ৭৬১.২৪ কোটি টাকা ব্যয় হবে। নতুন করে ৩৩ হাজার জনকে সাময়িক ভাতা প্রদান আওতায় আনা হয়েছে।
আরো জানান প্রতিটি সি পি ওকে নির্দেশ দেয়া হয়েছে নতুন আবেদন সংগ্ৰহ করতে। এছাড়া প্রতিটি সি ডি পি ও তেল বহু আবেদন জমা পড়েছে। ৩ লক্ষ ১৮ হাজার ৪১৫ জনকে বধির্ত হারে ভাতা প্রদান করতে কোন কাগজ নতুন করে জমা দিতে হবে না। পূজার আগেই সকলের কাছে ভাতার অর্থ পৌঁছে দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।