শিক্ষা উন্নয়নে ৫ টি ডিগ্ৰী কলেজ খোলার উদ্যোগ

হাবেলী প্রতিবেদন।১৭ সেপ্টেম্বর। আগরতলা।

চলতি শিক্ষাবর্ষ থেকে আরও ৫ টি ডিগ্ৰী কলেজ খোলা হবে। একথা রাজ্যের শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ জানান।
তিনি আরো জানান কলেজ গুলোর মধ্যে ৩ টি সরকারি পরিচালনা করা হবে।বাকি ২ টি কলেজ পি পি মডেলে পরিচালনা করা হবে।
সরকারি ডিগ্ৰী কলেজ গুলো হয়েছে পানিসাগর, জিরানীয়া মহকুমার পুরাতন আগরতলা এবং আগরতলার কুমারী টিলাতে অরবিন্দ গভ:ডিগ্ৰী কলেজ ইংলিশ মিডিয়াম। চলতি মাসেই এই তিনটি কলেজ যাত্রা শুরু করবে বলে তিনি জানান। ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।

অন্যদিকে জিরানীয়া মহকুমার মোহনপুর রে পি পি মডেলে আইন কলেজ এবং আরেকটি কাকাড়াবন এলাকায় সাধারণ ডিগ্ৰী কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবগুলো কলেজ ই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন পাওয়া গেছে। আইন কলেজ স্বীকৃতি পাওয়া গেছে।এবছর থেকে পড়াশোনা কাজ শুরু করা হবে।বি এ এল এল বি, ৬০ জন, এল এল বি কোর্সে প্রথম বর্ষে ৬০ জন করে মোট ১২০ জন ভর্তি হতে পারবে। বি এ এল এল বি ইন্টিগ্ৰেটেড প্রোগ্ৰাম পাঁচ বছর, তিন বছর কোর্স হবেএল এল বি।

তিনি আরো জানান সাধারণ ডিগ্ৰী কলেজ গুলো তে প্রতিটি বিষয়ে একজন ছাত্র ছাত্রীদের ভর্তি করা হবে। বাংলা, ইং রেজী, ইতিহাস, পলিটিক্যাল সাইন্স, এডুকেশন, সংস্কৃত, সোসিওলজি, বিষয় পড়ানো হবে।
সরকারি নতুন ইংরেজি ডিগ্ৰী কলেজ প্রতিটি বিষয়ে ৫০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। বাংলা, ইং রেজী, পলিটিক্যাল সাইন্স, ইতিহাস, ইকোনমিস্ট, সোসিওলোজি ইত্যাদি বিষয়ে পড়ানো হবে।

তিনি আরো জানান সর্বশিক্ষা দপ্তরে বি আর পি এবং সি আর পি সহ ৪৬১ জন ননটিচিং ষ্টাফের বেতন দূর করার উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে গড়ে ৪/৫হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। দেয়া হবে ইনক্রিমেন্ট ও। এছাড়া ৪২২জন ব্লক রিসোর্স পার্সন এবং ২৪৬ জন ক্লাষ্টার রিসোর্স পার্সন নিয়োগ করা হবে। পূজার আগেই শিক্ষা দপ্তর থেকে শিক্ষক পদে নিয়োগ করতে অফার ছাড়া হবে। পূজার পর তাদের জয়েনিং দেয়া হবে। তাতে করে রাজ্যে শিক্ষক স্বল্পতা কমবে বলে তিনি জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।