উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আগরতলা বিমান বন্দর সেরা

হাবেলী প্রতিবেদন। আগরতলা।১৮ সেপ্টেম্বর।

এন ডি এ সরকার ক্ষমতায় আসার পর
উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলোতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উপর জোর দেয়া হয়েছে।রাজ্যে বি জে পি সরকার আসার পর আগরতলা বিমান বন্দর কে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা দেয়ার পর বাংলাদেশের চট্টগ্রাম বিমান বন্দর সাথে বিমান পরিষেবা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়া রাজ্যের ভেতরে কৈলাসহর, খোয়াই, কমলপুর বিমানবন্দর চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
আগরতলা কলকাতা, আগরতলা থেকে শিলচর, আগরতলা থেকে গুয়াহাটি, আগরতলা থেকে শিলং, আগরতলা থেকে কলকাতা ভায়া দিল্লী, আগরতলা থেকে কলকাতা ভায়া ব্যাঙ্গালোর মধ্যে বিমান চলাচল করে।
তারপর ও বিমান পথে সর্বদা টিকেট সংকট অব্যাহত। এছাড়া পুজো র মরশুমে টিকেট সংকট দেখা দেয়।ফলে চড়াদাম দিয়ে টিকেট কিনতে হয়।

রেল যোগাযোগ উন্নত হয়েছে। আগরতলার থেকে বহিরাজ্যের সাথে রেল যোগাযোগ আরও উন্নত করা প্রয়োজন। আগরতলা থেকে দিল্লী, আগরতলা থেকে কলকাতা, আগরতলা থেকে শিলচর, আগরতলা থেকে ব্যাঙ্গালোর , আগরতলা থেকে দেওঘর, পর্যন্ত রেল চলাচল করে। আগরতলা থেকে জম্বু কাশ্মীর, আগরতলা থেকে পুরী পর্যন্ত রেল চালু করতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে।
এছাড়া ত্রিপুরার মধ্যে আরও ডেমু ট্রেন পরিষেবা বৃদ্ধি করতে ও বারবার দাবি জানানো হয়েছে। আগরতলা থেকে ধর্মনগর এবং আগরতলা থেকে সাব্রুম পয্যন্ত ডেমু ট্রেন সংখ্যায় কম চলাচল করে। ডেমু ট্রেন সংখ্যা বৃদ্ধি করা হলে জনগনের সুবিধা হবে।
অন্যদিকে সাব্রুম থেকে বহিরাজ্যের সাথে দ্রুত গামি রেল চলাচল আজ ও শুরু করা হয় নি।সাব্রুম আন্তর্জাতিক সড়ক যোগাযোগ ব্যবস্থা জোরদার করা হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে হবে।
আগরতলা থেকে বাংলাদেশের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেয়া হয়েছে
আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রেল পথ নির্মাণ কাজ শুরু করা হয় বি জে পি সরকারের আমলে। আগরতলা থেকে বাংলাদেশের সীমান্ত এলাকায় নিশ্চিত পুর পর্যন্ত ভারতীয় সীমান্ত এলাকায় রেল লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে
এখন বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেল পথ নির্মাণ কাজ বাকি রয়েছে।বাকি কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকার বারবার নির্মাণ সংস্থার উপর চাপ সৃষ্টি করে চলছে। আগামী লোকসভা নির্বাচনের আগে এই রেলপথ নির্মাণ করার উপর জোর দেয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।