ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট আজ তৃনমুল কংগ্রেসে বিলীন

হাবেলী প্রতিবেদন।১৪ সেপ্টেম্বর। আগরতলা।

সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাথে মিশে গেল ত্রিপুরা ডেমোক্রেডিট ফ্রন্ট। আজ রাজ্য তৃণমূল কংগ্রেসের আগরতলা দলীয় অফিসে টি ডি এফের রাজ্য সভাপতি পূজন বিশ্বাস সহ ৪০০ জন । তাদের কে বরণ করে নেন রাজ্যের দুই পর্যবেক্ষক রাজীব বন্দোপাধ্যায় এবং সাংসদ সু‌স্মিতা দেব। তাদের হাতে তৃনমুল কংগ্রেস দলের পতাকা তুলে দেওয়া হয়।

আজকের প্রাকৃতিক দুর্যোগ পূর্ন পরিবেশের মধ্যে তৃণমূল কংগ্রেস দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই দল বদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ্রীবিশ্বাস এখন থেকে তৃণমূল কংগ্রেস দলের হয়ে রাজ্য থেকে বি জে পি কে উৎখাত করতে আন্দোলন সংগঠিত করে তোলার কথা ঘোষণা করেন। তিনি বলেন রাজ্যে

বিরোধী দল বলতে কিছু নেই। একমাত্র তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হবে।

শ্রীবিশ্বাস জাতীয় কংগ্রেসের রাজ্য যুব কংগ্রেস সভাপতি একসময় ছিলেন। পরবর্তীতে তিনি কংগ্রেস দল ত্যাগ করে নতুন দল ত্রিপুরা ডেমোক্রেডিট ফ্রন্ট গঠন করেন।দল গঠন করে রাজ্যব্যাপি সংগঠন গড়ে তুলতে ব্যাপক জনসংযোগ গড়ে তোলেন।

পরবর্তীতে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের সময়ে টি ডি পি তিপরা মথা দলের সাথে আঁতাত গড়ে তোলে। বিধানসভা উপনির্বাচনের সময় ও মথাকে টি ডি পি সমর্থন দিয়েছিল।

আজ টি ডি পি তৃণমূল কংগ্রেসের সাথে মিশে যাওয়া তে ধারনা করা হচ্ছে।প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা টি ডি পি চেয়ারম্যান পিযুশ বিশ্বাস এবং তাপস দে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি পদে পিযুসবাবুকে দায়িত্ব সঁপে দিয়ে দলকে চাঙ্গা করতে পারেন।তাই হলে রাজ্য কংগ্রেস দল পুনরায় নির্বাচনে ব্যাকফুটে চলে যেতে পারে বলে অনেকের অভিমত।

অন্যদিকে রাজ্যের পর্যবেক্ষক সাংসদ সু‌স্মিতা দেব বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে সন্ত্রাস সংগঠিত করতে উত্তর প্রদেশ থেকে বেআইনি ভাবে বাইক এনে জমা করছে।রাজ্যে কিভাবে বহিরাজ্যের বাইক আনা হয়েছে তা খতিয়ে দেখতে তিনি রাজ্য পুলিশের মহানি‌র্দশককে সাংসদ হিসেবে চিঠি দিয়েছেন বলে সাংবাদিক সন্মেলনে জানিয়েছেন।

অপরদিকে আজ তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার উদ্যোগে আগরতলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে। এই মিছিলে ছিলেন তৃনমুল কংগ্রেস রাজ্য মহিলা নেত্রী পান্না দেব এবং সাংসদ সু‌স্মিতা দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।