উত্তর প্রদেশের বাইক তদন্তের দাবি তে ডি জি সামনে ধর্না

হাবেলী প্রতিবেদন।১৫ সেপ্টেম্বর। আগরতলা।

উত্তর প্রদেশের বাইক রাজ্যে বেআইনি ভাবে কি করে জমা করা হয়েছে।আজ তা তদন্ত করে দেখতে তৃনমুল কংগ্রেস রাজ্য কমিটি পক্ষ থেকে পুলিশ সদর দপ্তর সামনে ধর্নায় বসেছে। ধর্নায় রাজ্যের দায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষক সাংসদ সু‌স্মিতা দেব, যুব নেতা সান্তনু সাহা এবং নারী নেতৃ পান্না দেব সহ অনেকে ছিলেন।
গত কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ সু‌স্মিতা দেব রাজ্যের পুলিশের মহানি‌র্দশককে একটি চিঠি দিয়েছিলেন বাইক গুলো কিভাবে এনে জমা করা হয়েছে তা তদন্ত করতে। পুলিশ কোনো ধরনের উদ্যোগ না নেয়াতে তৃণমূল কংগ্রেস এবার ময়দানে নেমেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।