হাবেলী প্রতিবেদন।১৫ সেপ্টেম্বর। আগরতলা।
আসন্ন দুর্গোৎসব কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি রাজ্যের জনগনের মন পেতে এখন থেকে বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করছে রাজ্য সরকার।
এবার সরকারি কর্মচারীদের পূজোতে ১০দিনের সরকারি ছুটির কথা গতকাল রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে। এবার ২অক্টোবর থেকে ৫অক্টোবর পর্যন্ত পুজো র ছুটি রয়েছে। ৬ এবং ৭ অক্টোবর দুই দিন সি এল নেন । একজন কর্মচারী তাহলে ১০ অক্টোবরে এসে অফিসের কাজে যোগ দিতে পারেন। ৮ অক্টোবর দ্বিতীয় শনিবার সরকারি ছুটির দিন। তারপর দিন রবিবার সরকারি ছুটির দিন। সেই ক্ষেত্রে সরকারি কর্মচারীদের বিশেষ কি সুবিধা কথা রাজ্য সরকার ঘোষণা করেছেন। সরকার দুই দিন সরকারি ছুটি ঘোষণা না করতেন সে ক্ষেত্রে অধিকাংশ কর্মচারী সি এল নিয়ে নিতেন।
অপরদিকে টি আর টি সি কতৃপক্ষ এবছর পূজোর কয়দিন আগরতলা শহরে বিনামূল্যে বাস চালানোর কথা ঘোষণা করেছে। সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস চলাচল করবে। বাসগুলো রাত দশটা পর্যন্ত চলাচল করলে গ্ৰামীন এলাকার জনগণ পুজো র আনন্দ আগরতলা শহরে উপভোগ করার সুযোগ পেত।
বাসগুলো রানীর বাজার থেকে বটতলা, আগরতলা রেল ষ্টেশন থেকে বিমান বন্দর পর্যন্ত এবং সেকেরকোট থেকে টি আর টি সি মধ্যে যাতায়াত করবে বলে জানানো হয়েছে।