পরিষেবা ঊন্নয়নের লক্ষে মুখ্যমন্ত্রীর সাথে রেল কর্তা

হাবেলী প্রতিবেদন। ১৪ সেপ্টেম্বর। আগরতলা।

রাজ্যের সাথে রেল পরিষেবা ঊন্নয়নের লক্ষে মুখ্যমন্ত্রীর সাথে উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত রেলের জিএম অংশুল গুপ্তা বৈঠকে মিলিত হলেন। আগরতলা রেল স্টেশনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাথে জি এম বৈঠক হয়।

স্বল্প সময়ের বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের সাথে বহিরাজ্যের সাথে আরো দ্রুতগামী ট্রেন পরিষেবা চালু করার পরামর্শ দেন।রেল পরিষেবা বিভিন্ন ত্রুটিগুলো তুলে ধরেন।সেসব ত্রুটিগুলো খুঁজে বের করে সেগুলো সাড়াই করার নির্দেশ দেন।

আগরতলা তে আরো ডেমু ট্রেন চালু করতে বলেন। আগরতলা রেল ষ্টেশন সহ অন্যান্য ষ্টেশনের ভেতরে টিকেট কাউন্টার বৃদ্ধি করাসহ পরিষেবা ঊন্নত করতে হবে। আগরতলা আখাউড়া রেলপথ সহ রাজ্যের ভেতরে রেলপথ কাজ অগ্ৰগতি সম্পর্কে জানতে চেয়েছেন। আগরতলা আখাউড়া রেলপথ দ্রুত কাজ শেষ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

সীমান্ত রেলের জিএম অংশুল গুপ্তা সহ বৈঠকে উপস্থিত রেলকর্তাগন রেলের বিভিন্ন বিষয় মুখ্যমন্ত্রী কাছে তুলে ধরেন। আগরতলা আখাউড়া রেলপথ কাজের অগ্ৰসর সম্পর্কে তুলে ধরেন। রেলকর্তাগন মুখ্যমন্ত্রীকে বলেন যাত্রীদের সমস্যা সহ বিভিন্ন সমস্যা গুলো সমাধান বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

উত্তর পূর্বাঞ্চলের জিএম অংশুল গুপ্তা সহ অন্যান্য কর্মকর্তা গন বিশেষ বিমানে করে আগরতলা এসে সাব্রুম রেল ষ্টেশন সহ অন্যান্য ষ্টেশন গুলো ঘুরে ঘুরে পর্যালোচনা করেন। আগরতলা ষ্টেশনে যাত্রীসমস্যাসহ অন্যান্য বিষয় গুলো সম্পর্কে খোঁজখবর নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।