・゚✷ 🎀 বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির নতুন সভাপতি রাজীব ভট্টাচার্য জেলা সফরে 🎀 ✷゚・

হাবেলী প্রতিবেদন। ১৪ সেপ্টেম্বর। আগরতলা।

আসন্ন বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির নতুন সভাপতি রাজীব ভট্টাচার্য জেলা সফরে বেরিয়েছেন। জেলা সফরে তিনি বিভিন্ন জেলা কমিটি, মন্ডল এবং অন্যান্য শাখা সংগঠন গুলোর কার্যক

র্তাদের সাথে মিলিত হন। জেলা ও মন্ডলগুলোর কার্যকর্তাদের কাছ থেকে সংগঠন কে শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ দেন। জেলা সফর কালে তিনি রাত্রিবাস করেন কার্যকর্তাদের বাড়িতে থাকবেন।

উত্তর জেলা , পশ্চিম জেলা সফর শেষ করে এখন দক্ষিণ জেলা সফরে রয়েছেন। দক্ষিণ জেলা সফরে গিয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিলোনীয়া শহরে সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন।

সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এই শ্লোগান সামনে রেখে ভারতীয় জনতা পার্টি রাজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

তিনি আরো বলেন দক্ষিণ জেলা কে ঢেলে সাজিয়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্ৰহন করে কাজ করছে।গত সরকার দক্ষিণ জেলা উন্নয়নে উদ্যোগ গ্ৰহন করে নি।সবর্দা বঞ্চিত করে ছিল।বি জে পি সরকার ক্ষমতায় আসার পর সাব্রুমে আন্তর্জাতিক মানের রেলষ্টেশন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়। সাথে চট্টগ্রাম বন্দর সাথে যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়। উত্তর পূর্বাঞ্চলের লজিষ্টিক হাব গড়ে তোলা কাজ হাতে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন সামাজিক ভাতা দক্ষিণ জেলায় ৫৭৩০ জন পাবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে ২১ হাজার ৭৪৪ জন সুবিধা পাবেন। দক্ষিণ জেলাতে ৭১ হাজার ১০৯ জন জব কার্ড কাজ করছে। এখন পর্যন্ত ১৬.২৩ লক্ষ টাকা খরচ করা হয়েছে।৫৮৩ জন দিবাঙ্গকে জব কার্ড আওতায় আনা হয়েছে।রেগা প্রকল্পে ৫১ কোটি ৬০ হাজার টাকা দক্ষিণ জেলা তে খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা য় ৫ হাজার টাকা করে দক্ষিণ জেলায় ৩৪ হাজার ৯৪৬ জনকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মাতৃপুষ্টি প্রকল্পে ২ হাজার টাকা করে ৩৮৩৬ জন সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে দক্ষিণ জেলাতে ২৬ হাজার ৭৭২ টি ঘরের মধ্যে ১৮ হাজার ৮২৩ টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেয়ার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।

আরও বলেন অমৃত মহোৎসব কেন্দ্রীয় প্রকল্পে দক্ষিণ জেলাতে ১২৩ টি প্রকল্প গড়ে তুলতে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া বীরচন্দ্র বিলোনীয়া জাতীয় সড়কের মর্যাদা, বিলোনীয়া মহুরিপুর স্থলবন্দর ব্যবহার, বি এড কলেজ স্থাপনসহ বিভিন্ন কাজ শেষ করতে স্থানীয় ভাবে তুলে ধরা হয়েছে। জেলা সফর কালে দক্ষিণ জেলা সভাপতি তথা বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক প্রমোদ রিয়াং সাথে ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।