হাবেলী প্রতিবেদন। ৮সেপ্টেম্বর। আগরতলা।
রাজ্যসভার একমাত্র আসনে উপনির্বাচন বামফ্রন্ট প্রার্থী পদে প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা নাম বামফ্রন্ট রাজ্য্ কমিটির চেয়ারম্যান নারায়ন কর এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ অন্যান্য দলের রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।আগামী ২২সেপ্টেম্বর একমাত্র আসনে ভোট গ্রহণ করা হবে।১২ সেপ্টেম্বর মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে ।
রাজ্য সভার সদস্য গত ৪জুলাই ২২ সালে ডাক্তার মানিক সাহা পদত্যাগ করেন। তিনি পদত্যাগ করাতে আসনটি শূন্য হয়। রাজ্য সভার সদস্য থাকার সময় শ্রীসাহাকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্বে বসিয়ে দেয়া হয়। বিধানসভা উপনির্বাচনে লড়াই করে জয়ী হন। জয়ী হবার পর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্ৰহনের আগে রাজ্যসভার পদ ত্যাগ করতে হয়।তখন উনাকে রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দিতে হয়েছিল।
শাসক বি জে পি আজো প্রার্থী নাম ঘোষণা করতে পারে নি। প্রার্থী নাম স্থির করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা দিল্লীতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে পরামর্শ করে প্রার্থী নাম অনুমোদন করে রাজ্যে ফিরে আসবেন।রাজ্যে ফিরে আসার পর রাজ্য সভাপতি অনুমতি ক্রমে প্রার্থী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বলে জানা গেছে।