বিশ্বব্যাঙ্কের সাহায্য ২৩ ব্লকের জনজাতির উন্নয়নের উদ্যোগ

হাবেলী প্রতিবেদন। 8 সেপ্টেম্বর। আগরতলা।

রাজ্য সরকার বিশ্বব্যাঙ্কের কাছ থেকে ১৩০০ কোটি টাকার আর্থিক সহায়তায় ২৩ টি ব্লকের ১২ টিতে এপ্লিকেশন ব্লকে জনজাতির উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ গ্ৰহন করা হয়েছে। রাজ্যের জনজাতি দপ্তর মন্ত্রী রামপথ জমাতিয়া এতথ্য জানান।

তিনি আরো জানান এই প্রকল্পের মাধ্যমে জনজাতিদের জীবিকা নির্বাহ, শিক্ষা ও যোগাযোগ মান্নোয়নের উদ্যোগ নেয়া হবে।৫ বছর সময় কালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন লক্ষ স্থির করা হয়েছে।

আরো বলেন রাজ্যে ১৬ টি একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুল গড়ে তোলা হবে। জনজাতিদের ছেলে মেয়ে দের লেখাপড়া ঊন্নয়ন করতে সাপ্লিমেন্টারি ক্লাসেস নামে ২০২২ নামে নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৩০০ টি কোচিং সেন্টার খোলা হবে।

এছাড়া জনজাতি ছাত্র-ছাত্রীদের প্রতি দিন ৬৫টাকা করে ছাত্রাবাস বৃত্তি প্রদান করা হয়।

২০২২-২৩ অর্থবর্ষে মোট ২৭,৩৬১ জন জনজাতি ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস বৃত্তি প্রদান করা হয়েছে।

করবং পরিবারকে জলের ট্যাঙ্ক ও ফিল্টার দেয়া হয়েছে। এই লুপ্তপ্রায় কবরং জনজাতি সম্প্রদায়ের বিকাশে রাজ্য সরকার আগামী দিনে আরো বেশকিছু উদ্যোগ নেয়া হবে।

আরও জানান ২০২২-২৩ অর্থবর্ষে মোট ২৯ জন জনজাতি ছাত্র-ছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা করা হয়েছে।

ছাত্র-ছাত্রীদের জন্য ১৬ টি ছাত্রাবাস গড়ে তোলা হয়েছে।৩২ টি বনধন বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী রাবার মিশন চালু করা হয়েছে। আগামী ৫ বছরে ৩০ হাজার রাবার হেক্টর জমিতে চাষ করা হয়েছে।বনাধিকার আইন অনুযায়ী জমির পাট্টা ডিমার্কেশনের কাজ কে ত্বরান্বিত করতে বনাধিকার এ্যপ প্রয়োগ করা হয়েছে। জমির অধিকার প্রাপ্ত ৩২৭২২ টি পরিবার কে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ দেয়া হয়েছে।৫২ জন যুবকদের ক্ষুদ্র পরিবহন ব্যবসাসহ কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বাবলম্বী হতে ঋন দেয়া হয়েছে। ইনটেনসিভ বাইভোল্টাইন সেরিকালচার ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে ৬টি ব্লককে চিহ্নিত করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।