শুক্ষচালে রাজ্য থেকে বিতাড়িত বিপ্লব: কমলা সাগর ছেড়ে বনমালী পুরে রাজীব : কমলাসাগরে দাবিতে তাপস

হাবেলী প্রতিবেদন। ১০ সেপ্টেম্বর। আগরতলা।

রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি পদে বসানোতে দলের অন্ধরে

রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। রাজীব ভট্টাচার্য সভাপতি পদে না আসতেন দলের রাজনৈতিক পট অন্য রকম ভাবে চলতে থাকত।

রাজীব ভট্টাচার্য দলের সহ-সভাপতি পদে থেকে তিনি আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হবার লক্ষে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে পরিচর্যা করে আসছিলেন। বনমালী পুর কেন্দ্র থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্বাচন কেন্দ্র এটি। মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লবাবু পদত্যাগ না করতেন। তাহলে দলের অন্ধরে রাজনৈতিক পট পরিবর্তন হতো না। তখন রাজীব বাবুকে কমলা সাগর কে নিয়ে নীরব থাকতে হতো।

বনমালী পুর বিধানসভা কেন্দ্রের ভোটার হলেন রাজীব ভট্টাচার্য। বিপ্লব বাবুকে রাজ্যসভায় ঠেলে পাঠিয়ে দেয়া তে রাজীব বাবু বিনা বাক্যব্যয়ে বনমালী পুর বিধানসভা কেন্দ্রে আগামীতে প্রার্থী হবেন।

তাপস মজুমদার এতদিন ও বি সি কর্পোরেশন চেয়ারম্যান পদ নিয়ে চুপ থাকতে হয়েছিল। বিধানসভা নির্বাচনে প্রার্থী হবার সুপ্ত বাসনা থাকার পর ও চুপ থাকতে হয়েছে।

বিপ্লব বাবু সরে যাওয়াতে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবার লক্ষে তাপসবাবু কাজ করছেন।

রাজীব ভট্টাচার্য বনমালী পুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হবার লক্ষে তৃনমুল কংগ্রেস রাজ্যসভার সুবল ভোমিক কে পুনরায় বি জে পি তে ফিরে নেওয়ার ক্ষেত্রে ভেটু দেন বলে সংবাদ। বিশেষ সূত্রে জানা গেছে সুবলবাবুর সাথে বি জে পি কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনাতে স্থির হয়েছিল রাজ্যসভার সদস্য পদে প্রার্থী করা হবে। সেই আশায় বুক বেঁধে অগ্ৰসর হয়েছিল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।