হাবেলী প্রতিবেদন। ১০ সেপ্টেম্বর। আগরতলা।
রাজ্যের একমাত্র আসনের জন্য ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কে রাজ্য সভা প্রার্থী হতে দলের কেন্দ্রীয় কমিটি নাম ঘোষণা করেছেন। শুধু তাই নয় শ্রীদেবকে হরিয়ানা রাজ্যের দলের পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয়েছে। এক ই দিনে কেন্দ্রীয় কমিটি এই অনুমোদন দিয়েছেন।
রাজ্যসভার আসনে কে প্রার্থী হবেন এনিয়ে দীর্ঘ আলোচনার অবসান হয়েছে।
সাথে এও আগাম ঘোষণা করা যেতে শ্রীদেব বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যসভায় যাবেন। রাজ্যসভার নির্বাচন থেকে পরিস্কার হবে দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে কিনা ।
মাত্র কয়েক মাস আগে রাজ্য সভার একমাত্র আসনে ভোট হয়েছিল। সেই ভোটে ডাক্তার মানিক সাহা জয়ী হন
রাজ্য সভার সদস্য নির্বাচিত হয়ে একবার সংসদে উপস্থিত ছিলেন। তারপর আচমকা রাজ্যসভার সদস্য থেকে তাকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব ভার গ্ৰহন করতে নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কে পদ থেকে সরিয়ে দেয়া হয়।
উপনির্বাচনে লড়ে মানিক সাহা জয়ী হন। তখন শ্রীসাহাকে রাজ্য সভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তারপর তিনি রাজসভার সদস্য পদেও ইস্তফা দেন।
এই শুন্য আসনে বিপ্লব বাবুকে রাজ্যসভার সদস্য পদে বসিয়ে তাকে রাজ্য রাজনীতি তে ইতি টেনে নেওয়া হয়েছে বলে অনেকের অভিমত। আগামী দিনে রাজ্য রাজনীতিতে ফিরে এসে পুনরায় জায়গা পাওয়া কষ্টকর হবে বলে অনেকের অভিমত।